Whatsapp Update : হোয়াটসঅ্যাপে পুরনো মেসেজ খুঁজতে গিয়ে আপনাকেও পড়তে হয়েছে এই সমস্যার মুখে। বার বার স্ক্রোল করে খুঁজতে হয়েছে বার্তা। যদিও গ্রাহকদের এই সমস্যার সমাধান করতে নতুন আপডেট নিয়ে আসছে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ।
Whatsapp Feature: টেক সাইটগুলির বিভিন্ রিপোর্ট বলছে, শীঘ্রই হোয়াটসঅ্যাপ আপনার জন্য একটি নতুন আপডেট সহ একটি নতুন বৈশিষ্ট্য আনতে চলেছে। যাতে আপনি সহজেই পুরনো বার্তাগুলি সহজে খুঁজে পেতে সক্ষম হবেন। মেটা ইতিমধ্যেই এই বৈশিষ্ট্যটি নিয়ে কাজ শুরু করে দিয়েছে। এটি পরীক্ষাও শুরু করেছে কোম্পানি। এর মাধ্যমে ব্যবহারকারীরা পুরনো তারিখ থেকে বার্তা খুঁজতে পারবেন। এই বৈশিষ্ট্য বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
তারিখ অনুসারে বার্তা অনুসন্ধান করুন'
Wabetainfo-র রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচার আসছে 'Search Message by Date' এর মাধ্যমে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তারিখ অনুযায়ী পুরনো মেসেজ সার্চ করতে পারবেন। Wabetainfo-এর রিপোর্টে এই ফিচার সম্পর্কিত স্ক্রিনশটও শেয়ার করা হয়েছে। শোনা যাচ্ছে, WhatsApp চ্যাটে একটি নতুন ক্যালেন্ডার আইকন যোগ করা হতে পারে। এই ক্যালেন্ডারটি এমনভাবে কাজ করবে, যাতে আপনি এতে যে তারিখটি লিখুন না কেন, সেই তারিখের সম্পূর্ণ চ্যাট আপনাকে দেখাতে শুরু করবে। এইভাবে, ব্যবহারকারীদের জন্য চ্যাট থেকে পুরনো বার্তা খুঁজে পাওয়া সহজ হবে।
হোয়াটসঅ্যাপে অনেক নতুন ফিচার আপডেট করা হবে
হোয়াটসঅ্যাপ শীঘ্রই কিছু আকর্ষণীয় বৈশিষ্ট্য আনতে চলেছে। এর মধ্যে একটি হল- ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে তাদের নিজস্ব অবতার তৈরি করতে সক্ষম হবেন। আপনি এটিকে স্টিকার আকারে পাঠাতে ও সেই সঙ্গে আপনার প্রোফাইল ফটো তৈরি করতে সক্ষম হবেন। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ একটি অ্যাপ সমীক্ষা বৈশিষ্ট্যও আনতে চলেছে। যেখানে অফিশিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ব্যবহারকারীরা সমীক্ষায় অংশ নিতে পারবেন। শোনা যাচ্ছে, এর সঙ্গে হোয়াটসঅ্যাপে গ্রুপ পোল ফিচার ও এডিট বৈশিষ্ট্যও নিয়ে আসবে।
WhatsApp Tricks: এখানেই শেষ নয়। এবার থেকে হোয়াটসঅ্যাপের ডিলিট করা মেসেজ ফের পড়তে পারেন। এমনকী বের করে নিতে পারেন মুছে ফেলা মেসেজের ইতিহাস। এখানে সহজ পদ্ধতি অনুসরণ করলেই পাবেন সমস্যার সমাধান।
WhatsApp Update: ঠিক কী চান আপনি ?
বর্তমানে সোশ্যাল মিডিয়া অ্যাপের সংখ্যায় বিশ্বে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি। হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের প্রয়োজন ও সুবিধা অনুযায়ী অনেক বৈশিষ্ট্য দেয়। যার মধ্যে বার্তা মুছে ফেলার বিকল্পও রয়েছে। এতে, আপনি ব্যবহারকারীকে পাঠানো বার্তাটি দেখতে পাওয়ার আগেই মুছে ফেলতে পারেন। এর পরে, ব্যবহারকারীদের চ্যাটবক্সে কেবল মেসেজের প্রতীকটি দেখা যায়। যা দেখায় যে বার্তাটি মুছে ফেলা হয়েছে। এরকম একটা অবস্থায় ডিলিট করা মেসেজ নিয়ে অনেকের মনেই কৌতূহল জাগে। খুব কম মানুষই জানেন যে, স্মার্টফোনের একটি ফিচারের সাহায্যে ডিলিট করা মেসেজও পড়া যায়।
WhatsApp Tricks: নোটিফিকেশনের হিস্ট্রি
আজকাল প্রায় সব স্মার্টফোনেই নোটিফিকেশন হিস্ট্রি ফিচার থাকে। এর সাহায্যে আপনার ফোনের সব বিজ্ঞপ্তি রেকর্ড করা যেতে পারে। যাতে আপনি বিজ্ঞপ্তি মিস করলেও পরে তা দেখতে পারেন। এই ফিচারের মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপের ডিলিট করা মেসেজ সহ অন্যান্য অ্যাপের নোটিফিকেশন হিস্ট্রিও চেক করতে পারবেন।