নয়া দিল্লি : বিতর্ক থেকে দূরে থাকতে চান ! হোয়াটসঅ্যাপে অন্যের মেসেজ পড়লেও উত্তর দিতে চান না তাঁকে। অথচ সামান্য 'ব্লু-টিক' ফাঁস করে দিচ্ছে আপনার গোপনীয়তা। কীভাবে হোয়াটসঅ্যাপে বন্ধ করবেন এই 'ব্লু-টিক' ?


হোয়াটসঅ্যাপের সাধারণ ফিচার বলছে, গ্রাহক একবার মেসেজ পড়লেই 'ব্লু টিক' হয়ে যাবে সেই বার্তা। যার জেরে প্রেরক জানতে পারেন, প্রাপক মেসেজটি পড়েছেন কি না। যদিও ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের এই সুবিধাজনক ফিচারই অনেকের অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। অনেক ক্ষেত্রে সেন্ডারের মেসেজ পড়লেও উত্তর দিতে চান না গ্রাহক। যদিও ব্লু টিকের জেরে ততক্ষণে গ্রাহক যে মেসেজটি পড়েছেন, সেই বার্তা পৌঁছে যায় সেন্ডারের কাছে। তাই বহু ক্ষেত্রেই 'ব্লু-টিক' বন্ধ করতে চান গ্রাহক। কীভাবে ধাপে ধাপে 'ব্লু-টিক' বন্ধ করবেন, জেনে নিন তার পদ্ধতি।


এই ফিচারটি ব্যবহার করুন


ব্লু-টিক বন্ধ করার জন্য প্রথমে হোয়াটসঅ্যাপ সেটিংয়ে যান।
এবার অ্যাকাউন্টে ঢুকুন
সেখানে প্রাইভেসি অপশনে ক্লিক করুন
শেষে রিড রেসিপিয়েন্টসে গিয়ে টুগল অফ করুন। তাহলেই 'ব্লু-টিক' ফিচার বন্ধ হয়ে যাবে।


কীভাবে কনট্যাক্ট ব্লক করবেন ?


আপনি যদি হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট ব্লক করতে চান তাহলে নীচের পদক্ষেপগুলোয় নজর দিন।


প্রথমে যাকে ব্লক করতে চান তাঁর চ্যাটে যান।
এবার মেনুতে ক্লিক করে 'মোর' অপশনে ঢুকুন।
এখানে ব্লক আইকন দেখতে পাবেন আপনি। ব্লক আইকনে ট্যাপ করলেই আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন না ব্যক্তি। এমনকী আপনার ডিসপ্লে পিকচারও দেখতে পারবেন না তিনি। 


সম্প্রতি হোয়াটসঅ্যাপে নয়া ফিচার আনছে কোম্পানি। অনেক ক্ষেত্রে কাজের মাঝে রিং বেজে গেলেও ধরা যায় না হোয়াটসঅ্যাপ গ্রুপ কল। এবার সেই গ্রুপ ভয়েস বা ভিডিয়ো কল ফের ধরার সুযোগ দিচ্ছে হোয়াটসঅ্যাপ। একবার মিস হয়ে গেলেও গ্রুপ কল চলতে থাকলে ফের জয়েন করতে পারবেন আপনি। এ ক্ষেত্রে আপনাকে নতুন করে গ্রুপ কলে অ্যাড করাতে হবে না অ্যাডমিনকে। স্ক্রিনেই কোন গ্রুপ কল মিস গেছে তা দেখতে পারবেন গ্রাহক।