নয়া দিল্লি: বিজনেস ল্যাপটপের পাশাপাশি এবার গেমিং ল্যাপটপ নিয়ে এল HP। ১৬ ইঞ্চির এই ল্যাপটপের নাম রাখা হয়েছে Victus 16। সোমবার আনুষ্ঠানিকভাবে ল্যাপটপ লঞ্চ করল কোম্পানি।


বিশ্ব বাজারে এসেছিল মে মাসে। ভারতে লঞ্চ করতে সময় লেগে গেল আরও দু-মাস। অবশেষে দেশের ল্যাপটপ বাজারে আত্মপ্রকাশ করল HP Victus 16। তবে গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে ইন্টেল ১১ জেনারেশনের পাশাপাশি রাইজেন ৭ জেনারেশন ভ্যারিয়েন্ট এনেছে কোম্পানি। প্রত্যেক ভ্যারিয়েন্টেই দেওয়া হয়েছে Nvidia GeForce RTX 30 সিরিজের জিপিইউ। ১৬ ইঞ্চি ডিসপ্লের পাশাপাশি হাই রিফ্রেশ রেট।


HP Victus সিরিজের দাম


ভারতের ল্যাপটপ মার্কেটে দুটো সিরিজ এনেছে কোম্পানি। HP Victus E-সিরিজের পাশাপাশি আনা হয়েছে HP Victus D সিরিজ। প্রথম সিরিজের দাম রাখা হয়েছে ৬৪,৯৯৯টাকা। অনলাইনে অ্যামাজনে পাওয়া যাচ্ছে এই ল্যাপটপ। পাশাপাশি ডি সিরিজও লঞ্চ করেছে কোম্পানি। রিলায়েন্স ডিজিটালে পাওয়া যাচ্ছে এই ল্যাপটপ। দাম রাখা হয়েছে ৭৪,৯৯৯টাকা। মিকা সিলভার রঙে পাওয়া যাচ্ছে HP Victus E সিরিজ। পাশাপাশি পারফর্মমেন্স ব্লু রং দেখতে পাওয়া যাবে ডি সিরিজে।


HP Victus D ও E সিরিজের স্পেসিফিকেশন


১৬ ইঞ্চির ডিসপ্লেতে দেওয়া হয়েছে ফুল এইচডি রেজোলিউশন। গেমিং ল্যাপটপ বলেই ১৪৪ হার্টজের রিফ্রেশ রেট দিয়েছে কোম্পানি। চোখের সমস্যা এড়াতে ব্যবহার করা হয়েছে 'ব্লু-লাইট' প্রযুক্তি। পিক ৩০০ নিটসের ব্রাইটনেস দিয়েছে কোম্পানি। ই-সিরিজে রাইজেন-৫ (৫৬০০) ও রাইজেন ৭ (৫৮০০) চিপসেট দিয়েছে এইচপি। তবে ইন্টেল প্রসেসরের ক্ষেত্রে i5-11300H ছাড়াও Core i7-11800H অপশন বাছার সুযোগ রয়েছে ক্রেতার। দুই ভ্যারিয়েন্টেই ১৬ জিবি RAM-এর সুবিধা রয়েছে। তবে তা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।  


দুই ভ্যারিয়েন্টেই ৫১২ জিবির এসএসডি দিয়েছে এইচপি। সঙ্গে এয়ারফ্লো ডিজাইন। গেমিং ল্যাপটপের হিট কমাতে বড় বড় ফ্যানের ব্যবস্থা করা হয়েছে ইউনিটে। এ ছাড়াও রয়েছে The OMEN Gaming HUB সফটওয়্যারের মাধ্যমে পারফরমেন্স মোড আপডেটের ব্যবস্থা।