AI: ক্রমশ জনপ্রিয় হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) বা এআই (AI)। শোনা যাচ্ছে, আইবিএম (IBM) সংস্থা এবার কর্মীদের পরিবর্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যেই কাজ করতে আগ্রহী হয়েছে। আইবিএম- এর সিইও অরবিন্দ কৃষ্ণ জানিয়েছেন, তাঁদের সংস্থা নির্দিষ্ট কিছু পদে কর্মীর পরিবর্তে এআই এর সাহায্যে কাজ করাতে ইচ্ছুক। আগামী পাঁচ বছরের মধ্যে আইবিএম কোম্পানিতে এমনই ট্রেন্ড আসতে চলেছে বলে শোনা যাচ্ছে। ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে অরবিন্দ কৃষ্ণ জানিয়েছেন মূলত ব্যাক অফিসের কাজকর্ম এবং হিউম্যান রিসোর্স বিভাগে কর্মীদের পরিবর্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে কাজ হবে। এইসব বিভাগের মোট ওয়ার্ক ফোর্সের প্রায় ৩০ শতাংশ অধিগ্রহণ করবে প্রযুক্তি। শোনা যাচ্ছে, প্রায় ৭৮০০ কর্মীর পরিবর্তে নির্দিষ্ট বিভাগে কাজ করতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বর্তমানে আইবিএমের কর্মী সংখ্যা ২ লক্ষ ৬০ হাজারের আশপাশে। চলতি বছরের শুরুর দিকে প্রায় ৪০০০ কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল আইবিএম কর্তৃপক্ষ। খরচ নিয়ন্ত্রণের জন্যই এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 


আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই- এর পাশাপাশি জনপ্রিয় হচ্ছে চ্যাটজিপিটি। কিন্তু এই ChatGPT কি সত্যিই মানুষের চাকরি খোয়ানোর কারণ হতে চলেছে?


প্রযুক্তির দুনিয়ায় এখন আলোচনা চলছে শুধুই ChatGPT নিয়ে। গতবছর অর্থাৎ ২০২২ সালের নভেম্বর মাসে এই ChatGPT নিয়ে প্রথম আলোচনা শুরু হয়েছিল। কারণ সেই সময়েই পাবলিক টেস্টিংয়ের জন্য এই ChatGPT - র বিটা ভার্সানের রোল আউট শুরু হয়েছিল। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন চ্যাটবোট বিভিন্ন ধরনের কাজ করতে পারে। একজন মানুষ যেভাবে কোনও প্রশ্নের উত্তর দেন, সেভাবেই জবাব দিতে পারে এই ChatGPT। এর পাশাপাশি একাধিক টাস্ক সম্পন্ন করতে পারে এই এআই চ্যাটবোট। সেই তালিকায় রয়েছে কোনও কিছু লেখা, কবিতা তৈরি করা, রচনা লেখা, ওয়েবসাইটের জন্য কনটেন্ট তৈরি করা, ভিডিওর স্ক্রিপ্ট তৈরি করা এবং আরও অনেক কিছু। 


কয়েকদিন আগেই আবার ChatGPT- র একটি আপডেটেড, উন্নত এবং শক্তিশালী ভার্সানের ঘোষণা করা হয়েছে। নতুন প্রযুক্তির নাম GPT-4। আগের ভার্সানের তুলনায় আরও শক্তিশালী কাজ করতে পারবে এই GPT-4। ছবি থেকেও নিতে পারে ইনপুট। মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজের নিরিখে এই GPT-4 ভার্সানের পরীক্ষা নিরীক্ষাও চলছে। তবে ChatGPT- র জনপ্রিয়তা যত বাড়ছে। এই AI chatbot নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হচ্ছে উদ্বেগ। অনেকেই আশঙ্কা করছেন যে এই AI chatbot চাকরির ক্ষেত্রে মানুষদের পরিবর্ত হিসেবে জায়গা করে নেবে ভবিষ্যতে। শুধু আমজনতা নয়, ChatGPT-র পেরেন্ট কোম্পানি অর্থাৎ যে সংস্থা এই ChatGPT তৈরি করেছে সেই OpenAI কোম্পানির প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানও এই বিষয়ে আলোকপাত করেছেন। তাঁর মতেও এই AI chatbot চাকরির দুনিয়ায় মানুষের পরিবর্ত হিসেবে ব্যবহারযোগ্য।


আরও পড়ুন- হার্টের অসুখের প্রধান কারণই ব্লকেজ, কোন কোন পরীক্ষায় আগাম ধরা পড়বে ?