• আজ ময়না বন্‍ধ
    পঞ্চায়েত ভোটের মুখে ময়নার বাগচায় বিজেপির বুথ সভাপতিকে অপহরণ করে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে আজ ময়নায় ১২ ঘণ্টা বনধের ডাক বিজেপির। অপহরণ ও খুনের অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।



  • বন্‍ধ-এ অশান্তি 
    বন্‍ধ সফল করতে রাস্তায় নেমেছে বিজেপি। ময়নার অন্নপূর্ণা বাজারে বন্‍ধ ঘিরে বিজেপির পিকেটিং। চেয়ার পেতে, বাঁশ দিয়ে রাস্তা ঘিরে ফেলা হয়েছে। পুলিশের গাড়িকেও যেতে বাধা দেওয়া হয়। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। 


  • শুরু তৃণমূলের ধর্না
    এবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে, আজ থেকে ৩২ ঘণ্টা ধর্নায় বসছে মহিলা তৃণমূল কংগ্রেস। মেয়ো রোডে গাঁধীমূর্তির পাদদেশে, সকাল ১০ থেকে কাল সন্ধে ৬টা পর্যন্ত চলবে ধর্না।


  • বাঁশদ্রোণীতে 'খুন'
    রাতের শহরে তরুণকে কুপিয়ে খুনের অভিযোগ। বাঁশদ্রোণী থানা এলাকার দীনেশনগরের ঘটনা। মৃত বছর ২৫-এর প্রসেনজিৎ দাস, পেশায় ইলেকট্রিশিয়ান, পূর্ব পুটিয়ারির দক্ষিণ আনন্দপল্লির বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে মদের আসরে ফেসবুকে একটি ছবি দেখাকে কেন্দ্র করে প্রতিবেশী যুবক কৌশিক বারুইয়ের সঙ্গে তাঁর ঝামেলা হয়।


  • বাড়ল মুরগির মাংসের দাম
    ফের বাড়ল মুরগির মাংসের দাম। খুচরো বাজারে গোটা মুরগির দাম ১২০ টাকা থেকে বেড়ে পৌঁছে গেছে ১৭০-১৮০ টাকায়। ৫০ টাকা বেড়ে কাটা মুরগি এখন বিক্রি হচ্ছে ২৭০ টাকায়।


  • হাতির তাণ্ডব
    ঝাড়গ্রামের সাঁকরাইলের বটডাঙ্গা গ্রামে ৭০ থেকে ৮০টি হাতির তাণ্ডব। নাজেহাল স্থানীয় বাসিন্দারা।বাড়িঘর ভাঙচুর, ফসল নষ্ট থেকে লাগাতার মৃত্যুর ঘটনাও ঘটছে। আজ সকালে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে হাতির দল। বন দফতরকে খবর পাঠানো হয়েছে। 


  • আসছে কালবৈশাখী
    আজ কলকাতা-সহ রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গে শিলা বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের দু'একটি জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। 


  • বিধায়কের বাড়িতে আয়কর হানা
    এবার রায়গঞ্জের বিধায়কের বাড়িতে আয়কর হানা। আয়কর দফতর সূত্রে খবর, কৃষ্ণ কল্য়ানীর ৩টি ঠিকানায় চলছে তল্লাশি। আয় বহির্ভূত সম্পত্তি ও আয়ের থেকে অনেক কম কর জমা দেওয়ার অভিযোগে তল্লাশি, খবর আয়কর দফতর সূত্রে।  


  • মিড ডে মিলে পোকা!
    অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বিতরণ করা মিড ডে মিলের খিচুড়িতে পোকা পাওয়ার অভিযোগ নামখানায়। বাচ্চাকে খাওয়ানোর সময় পোকা দেখতে পান বলে দাবি এক অভিভাবকের। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

  • সরল প্রাথমিকের ২ টি মামলা
    প্রাথমিকের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলা, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের বেঞ্চ থেকে গেল বিচারপতি অমৃতা সিন্হার বেঞ্চে। বাকি মামলাও তাঁর এজলাস থেকে সরানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়।