iQoo Smartphones: আইকিউওও ১২ সিরিজের (iQoo 12 Series) দু'টি ফোন আইকিউওও ১২ (iQoo 12) এবং আইকিউওও ১২ প্রো (iQoo 12 Pro) চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। ভারতেও লঞ্চ হতে চলেছে আইকিউওও ১২ সিরিজের ফোন। আগামী ১২ ডিসেম্বর এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হবে দেশে। বলা হচ্ছে, আইকিউওও ১২ সিরিজের ফোনই ভারতে লঞ্চ হতে চলা প্রথম মডেল যেখানে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট থাকবে। ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার এই দুই ফোনের ডিজাইন মোটামুটি একই। তবে পার্থক্য রয়েছে ব্যাটারিতে। তিনটি রঙে চিনে লঞ্চ হয়েছে এই ফোন। আইকিউওও ১২ এবং আইকিউওও ১২ প্রো, দু মডেলেই রয়েছে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। দুই ফোনেই ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরও রয়েছে। আইকিউওও ১২ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। অন্যদিকে প্রো মডেলে রয়েছে ৫১০০ এমএএইচ ব্যাটারি। দুটো ফোনেই ১২০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। আইকিউওও ১২ প্রো মডেল একটি আইপি৬৮ রেটিং যুক্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জল এবং ধুলোয় এই ফোন নষ্ট হবে না। অনুমান করা হচ্ছে, চিনে লঞ্চ হওয়া আইকিউওও ১২ সিরিজের দুই ফোনের সঙ্গে ভারতীয় ভ্যারিয়েন্টের মিল থাকবে। তবে সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। শুধুমাত্র ফোন লঞ্চের দিনক্ষণই জানা গিয়েছে। আর কোনও তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। 


ভারতে লঞ্চ হতে চলেছে পোকো সংস্থার নতুন ফোন


শোনা যাচ্ছে, পোকো এক্স৬ সিরিজ ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। চলতি বছরের শুরুর দিকে এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। এবার আসতে চলেছে। পোকো এক্স৬ প্রো - এই ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। যদিও এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। পোকো সংস্থার তরফেও আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। তবে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে এইসব ফোনের নাম দেখা গিয়েছে বলে খবর। আর তা থেকেই অনুমান করা হচ্ছে যে ভারতে খুব তাড়াতাড়ি পোকো এক্স৬ সিরিজ লঞ্চ হতে চলেছে। পোকো এক্স৬ প্রো ফোন সম্ভবত লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১৩ প্রো ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে। অন্যদিকে পোকো এক্স৬ বেস মডেলকে বলা হচ্ছে রেডমি নোট ১৩ ৫জি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান। এই ভ্যানিলা বা বেস মডেল ভারতে লঞ্চ হবে কিনা, হলেও বা কবে হবে - এইসব প্রসঙ্গে এখনও কিছু জানা যায়নি। 


আরও পড়ুন- এই নিয়ম না মানলে ডিসেম্বরেই ডিলিট হবে গুগল অ্যাকাউন্ট ! আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে তো?