Smartphone Ban In India: সীমান্তে দুই দেশের সম্পর্কের প্রভাব পড়তে পারে বাণিজ্যে। এবার দেশে ১২,০০০ টাকার নিচে চিনা কোম্পানিগুলির স্মার্টফোন নিষিদ্ধ করতে পারে সরকার। সম্প্রতি এমনই রিপোর্ট প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। 


Chinese Smartphone Ban: কেন এই সিদ্ধান্তের পথে নয়াদিল্লি ?
দেশের মোবাইল বাজার বলছে, ১৫,০০০ টাকার নিচের বিভাগে ভারতে আধিপত্য বিস্তার করেছে চিনা স্মার্টফোন কোম্পানিগুলি। এর পরে রয়েছে স্যামসাং ও অল্প সংখ্যক অন্য কোম্পানির নাম। ভারতে স্মার্টফোন বিক্রির পরিসংখ্যান বলছে, বিদেশি কোম্পানির স্মার্টফোন বিক্রির প্রতিযোগিতায় অনেক এগিয়ে রয়েছে চিনা কোম্পানিগুলি। সেখানে লাভা, মাইক্রোম্যাক্সের মতো স্বদেশি সংস্থাগুলিকে সমর্থন জোগাতে এই সিদ্ধান্ত নিতে পারে সরকার। 


Smartphone Ban In India: কী বলছে রিপোর্ট ?
সম্প্রতি এই বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্লুমবার্গ। সেখানে বলা হয়েছে, ভারত সরকার ভারতীয় স্মার্টফোন নির্মাতাদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা করছে। এই পদক্ষেপ কার্যকর হলে স্পষ্টতই Xiaomi, Poco, Realme-এর মতো ব্র্যান্ডগুলির বিক্রি প্রভাবিত হবে। ফলে যে সংস্থাগুলি গত কয়েক বছর ধরে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন বিভাগে আধিপত্য বিস্তার করছে, তাদের সমস্যা বাড়বে। অন্য একটি রিপোর্ট অনুযায়ী, দেশে জুনের ত্রৈমাসিকে ১২,০০০ টাকার নিচের স্মার্টফোনের বিভাগে ৮০ শতাংশ পর্যন্ত আধিপত্য বিস্তার করেছে চিনা কোম্পানিগুলি।  


Chinese Smartphone Ban: সীমান্তের 'ঠান্ডা লড়াই' এবার বাণিজ্যে
বেশ কিছুদিন ধরেই ভারত ও চিনের মধ্যে সীমান্তে লড়াই চলছে। বেআইনিভাবে লেনদেনের জন্য সম্প্রতি চিনের কিছু স্মার্টফোন কোম্পানি ভারত সরকারের তদন্তের মুখোমুখি হয়েছে। গত কয়েক মাসে Xiaomi, Vivo ও Oppo সহ কিছু চিনা সংস্থাকে কর ফাঁকিতে অভিযুক্ত  করেছে ইডি। মানি লন্ডারিং মামলায় ভিভোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যেই দেশে ব্যবসা চালাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়ার অনুরোধ করেছে কোম্পানি। টেক সাইটগুলির রিপোর্ট বলছে, চিনা স্মার্টফোন কোম্পানিগুলি প্রথম থেকেই সস্তায় ফোন বিক্রির মাধ্যমে ভারতের বাজার দখল করতে চায়। সেই কারণে প্রথম কিছু বছর লোকসানে থেকেও ভারতে ব্যবসা করেছে কোম্পানিগুলি। যাতে চিনা কোম্পানিগুলিকে বিশেষ সাহায্য করে বেজিং।


আরও পড়ুন : Royal Enfield Hunter 350: ১৫০-৬০ সিসির বাইক চালান ? এই কারণে হান্টার ৩৫০ হতে পারে সেরা বিকল্প