Whatsapp Scam: হোয়াটসঅ্যাপে ভুয়ো ফোন (Fake Whatsapp Call) আসার পরিমাণ দিনদিন ক্রমশ বাড়ছে। ভারতীয়দের অনেকেই প্রতারণার শিকার হয়েছেন ইতিমধ্যেই। তাঁরা রিপোর্টও করেছেন। আন্তর্জাতিক নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ক্রমাগত ভয়েস এবং ভিডিও কল আসছে। খারাপ উদ্দেশ্য নিয়ে সহজ সরল নেটিজেনদের নিশানা করছে। এই ব্যাপারে যে পদক্ষেপ নেওয়া হবে তা আগেই জানিয়েছিল ভারত সরকার। সম্প্রতি কেন্দ্রের তরফে হোয়াটসঅ্যাপকে এ জাতীয় আপত্তিজনক অ্যাকাউন্ট নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে। অর্থাৎ যেসব নম্বর থেকে ভুয়ো ফোন আসছে সেইসব নম্বরের সঙ্গে যুক্ত হোয়াটসঅ্যাপ অ্যাকাউট নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। এক্ষেত্রে ৩৬ লক্ষেরও বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাতিল বা নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো জানিয়েছেন, ইতিমধ্যেই ৩৬ লক্ষের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ হয়েছে।
সূত্রের খবর, হোয়াটসঅ্যাপ ইউজারদের কাছে মালয়েশিয়া, কেনিয়া, ভিয়েতনাম, ইথিওপিয়ার মতো দেশ থেকে ফোন আসছে। যে সমস্ত আইএসডি কোড প্রকাশ্যে এসেছে, তার থেকেই এইসব দেশের নাম প্রকাশ্যে এসেছে। কিন্তু কেন এই সমস্ত ফোনকল হোয়াটসঅ্যাপ ইউজারদের কাছে আসছে সেই প্রসঙ্গে সঠিক ভাবে এখনও কিছু জানা যায়নি। তবে ঘনঘন এই ফোন আসছে ইউজারদের কাছে। এমনও হয়েছে যে একজন ইউজারের কাছে একই নম্বর থেকে একাধিকবার ফোন এসেছে। কিংবা একাধিক নম্বর থেকে বারংবার ফোন এসেছে হোয়াটসঅ্যাপে। এক দিন অন্তর ২ থেকে ৪ বার ফোন এসেছে এমন পরিসংখ্যানও জানা গিয়েছে। নতুন সিম নিয়ে থাকলে সেইসব ইউজার আন্তর্জাতিক নম্বর থেকে তুলনায় বেশি ফোন পাচ্ছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে।
জানা গিয়েছে, +84, +62, +60, +251, +254 এবং আরও অনেক নম্বর থেকে ফোন এসেছে হোয়াটসঅ্যাপে। এইসব নম্বর থেকে ভয়েস কল, ভিডিও কল, মেসেজ সবই এসেছে ইউজারদের কাছে। এর আগেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইউজারদের টাকা লুঠ হয়েছে। কারণ এই অ্যাপের মাধ্যমে ইউজারদের নিশানা করা বেশ সহজ কাজ ছিল স্ক্যামারদের কাছে। বিশ্বজুড়ে জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। মাসে ২ বিলিয়ন অ্যাক্টিভ ইউজার রয়েছে হোয়াটসঅ্যাপের। সম্প্রতি ফের স্ক্যামারদের নিশানায় রয়েছে হোয়াটসঅ্যাপের ইউজাররা। তাই সময় থাকতেই সতর্ক থাকা প্রয়োজন। সামান্যতম ভুলের জন্যেও বড় বিপদের সম্মুখী হতে পারে আপনি।
আরও পড়ুন- উজ্জ্বল ত্বক পেতে প্রতিদিনের ডায়েটে থাকুক এই পাঁচটি ড্রাই-ফ্রুটস এবং নাটস