Android Device Security Risk: ভারতের সাইবার এজেন্সি কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম ইন ইন্ডিয়া (CERT-In) সতর্কবার্তা দিয়েছে অ্যান্ড্রয়েড ইউজারদের (Android Users) জন্য। কারণ বেশ কয়েকটি অ্যান্ড্রয়েড ভার্সানে (Android Version) একধিক সমস্যা খুঁজে পেয়েছে এই সংস্থা যা যথেষ্ট উদ্বেগের। এই তালিকায় অ্যান্ড্রয়েড ভার্সান ১১, ১২.৫.১২.এল এবং ১৩ রয়েছে। CERT-In- এর সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, অ্যান্ড্রয়েড ভার্সানের এইসব সমস্যা বড়সড় বিপদের হাতছানি দিচ্ছে। কারণ এর মাধ্যমে হ্যাকাররা ইউজারদের ব্যক্তিগত এবং গোপন তথ্যের নাগাল পেতে পারে। এমনকি কোনও নির্দিষ্ট ডিভাইসকে নিশানা করা হলে এবং সেখানে ইউজারের তরফে পরিষেবা নেওয়ার ব্যাপারে অস্বীকার করা হলেও হ্যাকারদের হানা হতে পারে। 


CERT-In- এর তরফে জানানো হয়েছে, এইসব সমস্যা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে রয়েছে কারণ ফ্রেমওয়ার্ক, সিস্টেম, গুগল প্লে সিস্টেম আপডেট, আর্ম কম্পোনেন্ট, মিডিয়াটেক কম্পোনেন্ট, Unisoc কম্পোনেন্ট, কোয়ালকম কম্পোনেন্ট এবং কোয়ালকম ক্লোজড সোর্স কম্পোনেন্ট- এর মধ্যে ত্রুটি রয়েছে। সাইবার এজেন্সি জানিয়েছে, এইসব ত্রুটির ফলে একজন হ্যাকার সহজেই পেতে পারেন arbitrary code, সংবেদনশীল তথ্যের হদিশ। যেভাবে এই গুরুতর সমস্যা ছড়িয়ে পড়ছে তার জেরে বিপুল সংখ্যক অ্যান্ড্রয়েড ডিভাইসে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। দু'টি বিষয় চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যেই। সেগুলি হল CVE-2023-4863 এবং CVE-2023-4211, এগুলি সক্রিয়ভাবে আক্রমণকারীদের দ্বারা পরিচালনা করা হচ্ছে বলে অনুমান। 


কীভাবে নিজের অ্যান্ড্রয়েড ডিভাইস সুরক্ষিত রাখবেন


সবার প্রথমে নিজের ডিভাইস আপডেটেড রাখা জরুরি। তাই আপনি যে অ্যান্ড্রয়েড ভার্সান ব্যবহার করছেন তার কোনও আপডেট লঞ্চ হয়েছে কিনা সেদিকে নজর দেওয়া প্রয়োজন। অ্যান্ড্রয়েড ডিভাইসে আপডেট ইন্সটল করার ক্ষেত্রে দেরি করলে আপনার ডিভাইসে হ্যাকারদের হানা হতে পারে। শুধু অ্যান্ড্রয়েড ভার্সানের আপডেট নয়, আপনার ডিভাইসের ম্যানুফ্যাকচারার অর্থাৎ নির্মাণকারী সংস্থা যদি কোনও সিকিউরিটি আপডেট লঞ্চ করে তাহলে সেই দিকেও অবশ্যই খেয়াল রাখতে হবে। ডিভাইস নির্মাণকারী সংস্থার সাহায্য নিয়ে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে আপনি সিকিউরিটি ফিচারের লেটেস্ট আপডেট যুক্ত করে তা সুরক্ষিত রাখতে পারেন। 


আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের অপারেটিং সিস্টেম ভার্সান লেটেস্ট আপডেটে রয়েছে তা বুঝবেন কীভাবে


ডিভাইসের মধ্যে থাকা সেটিং ফিচারে ইউজাররা ওই ডিভাইসের অ্যান্ড্রয়েড ভার্সান নম্বর, সিকিউরিটি আপডেট লেভেল এবং গুগল প্লে সিস্টেম লেভেল দেখতে পাবেন ইউজাররা। নতুন আপডেট লঞ্চ হলে ইউজারের কাছে নোটিফিকেশন আসবে। কবে নতুন অর্থাৎ লেটেস্ট আপডেট আসবে সেই ব্যাপারে খোঁজখবরও করতে পারেন আপনি। 


আরও পড়ুন- ফোনে চাই ঝকঝকে ক্যামেরা ফিচার, অ্যামাজনের সেলে ২০ হাজারের কমে পাবেন এই মডেলগুলি