Arattai App : চেন্নাইয়ের সংস্থা Zoho  লঞ্চ করেছে ভারতের নিজস্ব মেসেজিং অ্যাপ Arattai এবং ইতিমধ্যেই তা যথেষ্ট জনপ্রিয় হয়েছে। ২০২১ সালে হোয়াটসঅ্যাপ যখন নিজেদের প্রাইভেসি সেটিংসের বেশ কিছু পরিবর্তনের কথা ঘোষণা করার পর এই Arattai অ্যাপ লঞ্চ করেছিলেন Zoho সংস্থা। তবে ভারতের নিজস্ব এই মেসেজিং অ্যাপ নিয়ে বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যেই উঠেছে। অনেক এমন তথ্যও ছড়াচ্ছে এই অ্যাপ প্রসঙ্গে, যা সঠিক নয়। তাই এবার এক্স মাধ্যমে Zoho- র প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু তাদের Arattai অ্যাপ সম্পর্কে বেশ কিছু তথ্য খোলসা করে জানিয়ে দিয়েছেন সাধারণ মানুষের জন্য।

Continues below advertisement

এক্স পোস্টে ভেম্বু লিখেছেন, 'অনেক ভুল তথ্য রয়েছে যা আমরা সংশোধন করতে চাই'। সাধারণত মেসেজিং অ্যাপের ক্ষেত্রে বড় প্রশ্ন হল ইউজারদের ডেটা নিরাপদে রয়েছে তো? এক্ষেত্রেও সেই প্রশ্নই উঠেছে। আর তাই শ্রীধর ভেম্বু সবিস্তারে জানিয়েছেন কীভাবে Zoho এবং Arattai তৈরি হয়েছে, ইউজারদের ডেটা কোথায় থাকছে। আর এইসব প্রসঙ্গে তথ্য দিতে গিয়ে Zoho- র প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু বলেছেন, Arattai অ্যাপ AWS, Microsoft Azure, Google Cloud- এইসবের মাধ্যমে পরিচালিত হয় না। তার পরিবর্তে সমস্ত পরিষেবার দেখভাল করা হয় Zoho- র নিজস্ব হার্ডওয়্যার এবং সফটওয়্যার stack- এর সাহায্যে যা Linux এবং Postgres - এর মতো ওপেন সোর্স ফ্রেমওয়ার্কের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। 

Continues below advertisement

Arattai একটি তামিল শব্দ যার অর্থ 'ক্যাজ্যুয়াল চ্যাট'। অনেকটা হোয়াটসঅ্যাপের মতোই এই অ্যাপ। ইউজাররা এই অ্যাপের সাহায্যে টেক্সট এবং ভয়েস মেসেজ করতে পারবেন। ভয়েস এবং ভিডিও কল করতে পারবে। ফটো, ভিডিও, ডকুমেন্ট শেয়ার করতে পারবেন। স্টোরি দেওয়ার সুবিধাও রয়েছে। বানিয়ে নিতে পারবেন গ্রুপ। খুলতে পারবেন চ্যানেল। অ্যান্ড্রয়েড এবং আইওএস- ২ ধরনের ডিভাইসেই ব্যবহার করা যাবে এই অ্যাপ। গুগল প্লে স্টোর এবং অ্যাপেল স্টোর ২ জায়গাতেই পাবেন এই অ্যাপ। ইউজাররা ফোন নম্বর দিলেই ব্যবহার করতে পারবেন Arattai অ্যাপ।