Share Market Update: মঙ্গলেও চিন্তা কমল না। চলতি সপ্তাহে বাজারে অশনি সঙ্কেত দেখছেন বিশেষজ্ঞরা। মার্কিন মুলুকে একের পর এক ব্যাঙ্ক বন্ধের জেরে ভারতের বাজারে মারাত্মক প্রভাব পড়েছে। বুধেও একই পরিস্থিতি হতে পারে দালাল স্ট্রিটে।
Stock Market Closing: আজ কেমন গেছে বাজার ?
আজকের দিনটি ভারতীয় শেয়ার বাজারের জন্য খুবই অশুভ প্রমাণিত হয়েছে। সকালে উত্থানের সঙ্গে খোলার পর আবারও বিক্রির দিকে হাঁটেন বিনিয়োগককারীরা। ফলে আজও দিনের শেষে পুঁজিবাজারে পতন অব্যাহত ছিল। যার জেরে দরপতনের সঙ্গে এদিন বন্ধ হয়েছে বাজার।
আজকের ট্রেডিং শেষে BSE সেনসেক্স 58,000 এর নিচে 337 পয়েন্টের পতনের সঙ্গে 57,900 পয়েন্টে বন্ধ হয়েছে। যেখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 111 পয়েন্টের পতনের সঙ্গে 17,043 পয়েন্টে দৌড় থামিয়েছে।
Share Bazar: আজকের কোন খাতের কী অবস্থা
এদিন বাজারে ফার্মা, মিডিয়া ও হেলথকেয়ার খাত ছাড়া বাকি সব খাতের শেয়ারে পতন হয়েছে। ব্যাঙ্কিং, আইটি, অটো, এফএমসিজি, মেটাল, এনার্জি, অয়েল অ্যান্ড গ্যাস, কনজিউমার ডিউরেবলস সেক্টরের শেয়ার বন্ধ হয়েছে। আজ মিডক্যাপ ও স্মলক্যাপ স্টকগুলিতে পতনের প্রবণতা অব্যাহত ছিল। 30টি সেনসেক্স স্টকগুলির মধ্যে 7টি লাভের সঙ্গে ও 23টি লোকসানের সঙ্গে বন্ধ হয়েছে। এর পাশাপাশি 50টি নিফটির 11টি স্টক লাভের সঙ্গে ও 39টি লোকসানের সঙ্গে ক্লোজ করেছে ৷
Share Market Update: আমেরিকার সিলিকন ভ্যালি ব্যাঙ্ক বন্ধের প্রভাব পড়েছে ভারতীয় শেয়ার বাজারে। গতকাল টানা তৃতীয় ট্রেডিং সেশনেও পতন দেখা গেছে দালাল স্ট্রিটে। গত তিন দিনে, BSE সেনসেক্স 2100 পয়েন্ট কমেছে, যাতে বিনিয়োগকারীরা 7.30 লক্ষ কোটি টাকা হারিয়েছে।
Silicon Valley Bank: কী বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ?
সিলিকন ভ্যালি ব্যাঙ্ক নিয়ে জো বাইডেন জানান, আমেরিকার মানুষের কাছে ব্যাঙ্কিং ব্যবস্থা খুবই নিরাপদ একটি প্লাটফর্ম। সিলিকন ভ্যালি ব্যাঙ্কের পতনের পর হোয়াইট হাউস থেকে দেওয়া ভাষণে বাইডেন বলেন, ''যখনই আপনার অর্থের প্রয়োজন হবে, তখনই আপনারা আমানত ফেরত পাবেন। সিলিকন ভ্যালি ব্যাঙ্কের আমানতকারীরা যাতে তাদের টাকা ফেরত পান, তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।'' করদাতাদের কোনও ক্ষতি হতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেন তিনি। যদিও প্রেসিডেন্টের এই আশ্বাসবাণীতেও ওঠেনি মার্কিন বাজার।
7th Pay Commission: করোনাকালের ১৮ মাসের ডিএ দেবে সরকার ? সংসদে এই জানালেন মন্ত্রী