Smart TV: ইনফিনিক্স সংস্থা স্মার্টফোনের পাশাপাশি এবার ভারতে লঞ্চ করেছে স্মার্ট টিভিও (Smart TV)। সম্প্রতি লঞ্চ হয়েছে ইনফিনিক্স (Infinix) কোম্পানির ৪৩ ইঞ্চির স্মার্ট টিভি Infinix 43Y1। ইনফিনিক্সের এই স্মার্ট টিভিতে রয়েছে ৪৩ ইঞ্চির LED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। এখনও এই স্মার্ট টিভির বিক্রি শুরু হয়নি দেশে। আগামী কয়েক দিনের মধ্যেই ইনফিনিক্সের এই স্মার্ট টিভির বিক্রি শুরু হবে ভারতে। জানা গিয়েছে, Infinix 43Y1 এই স্মার্ট টিভির দাম মাত্র ১৩,৯৯৯ টাকা। অর্থাৎ ৪৩ ইঞ্চির একটি স্মার্ট টিভি পাওয়া যাবে বেশ কম দামে। অন্যান্য সংস্থার তুলনায় অনেকটাই কম দাম রয়েছে ইনফিনিক্স কোম্পানির এই স্মার্ট টিভির। তবে কবে থেকে ভারতে এই স্মার্ট টিভির বিক্রি শুরু হবে তা এখনও ঘোষণা করেনি ইনফিনিক্স কর্তৃপক্ষ। অনুমান, খুব তাড়াতাড়ি এই স্মার্ট টিভির বিক্রি শুরু হবে দেশে। যেহেতু বেশ কম দামে ৪৩ ইঞ্চির এই স্মার্ট টিভি লঞ্চ করেছে ইনফিনিক্স কোম্পানি, তাই অনুমান ভারতের বাজারে ভালভাবেই ব্যবসা করবে ইনফিনিক্সের এই স্মার্ট টিভি। 


Infinix 43Y1- এই স্মার্ট টিভির বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশনগুলো দেখে নিন একঝলকে



  • ৪৩ ইঞ্চির এলইডি ডিসপ্লে রয়েছে এই স্মার্ট টিভিতে। সেই ডিসপ্লেতে আবার রয়েছে 300 nits ব্রাইটনেস। এছাড়াও রয়েছে HLG সাপোর্ট যার সাহায্যে vivid ইমেজ পাওয়া সম্ভব। 

  • এই স্মার্ট টিভিতে রয়েছে বক্স স্পিকার। তার থেকে ২০ ওয়াটের অডিও আউটপুট পাওয়া সম্ভব। এছাড়াও রয়েছে Dolby Audio টেকনোলজির সাপোর্ট।

  • ইনফিনিক্স সংস্থার এই স্মার্ট টিভিতে রয়েছে একটি কোয়াড-কোর প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি স্টোরেজ। এর ফলে স্মার্ট টিভি একদম সাবলীল ভাবে কাজ করভে। 

  • কানেক্টিভিটি অপশন হিসেবে ইনফিনিক্সের এই স্মার্ট টিভিতে রয়েছে দুটো HDMI পোর্ট, দুটো ইউএসবি পোর্ট, একটি RF ইনপুট, একটি AV ইনপুট, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং একটি COAX আউট পোর্ট, LAN ও ওয়াই-ফাইয়ের সাপোর্ট। 

  • Infinix 43Y1 স্মার্ট টিভিতে আগে থেকেই ইনস্টল করা রয়েছে জনপ্রিয় বেশ কিছু স্ট্রিমিং অ্যাপ যেমন- প্রাইম ভিডিও, ইউটিউব, SonyLiv, Zee5, ErosNow এবং আরও অনেক কিছু। এই স্মার্ট টিভিতে রয়েছে screen mirroring ফিচারের সাপোর্ট। এর মাধ্যমে ইউজাররা নিজেদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের স্ক্রিন ওয়াই-ফাইয়ের মাধ্যমে টিভিতেই দেখতে পাবেন। 


আরও পড়ুন- ভারতে আসছে মোটো ই২২এস ফোন, কবে লঞ্চ? প্রকাশ্যে বিভিন্ন স্পেসিফিকেশন