Gaming Smartphone: ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স (Infinix) সংস্থার নতুন গেমিং স্মার্টফোন (Gaming Smartphone) ইনফিনিক্স জিটি ১০ প্রো (Infinix GT 10 Pro 5G)। এই ফোনের ব্যাক প্যানেলে নাথিং ফোন ২ (Nothing Phone 2)- এর মতো ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ এফেক্ট রয়েছে। এর সঙ্গে রয়েছে একটি mini LED light strip, তার নীচে দেখা যাবে ফোনের হার্ডওয়্যার। ইনফিনিক্সের নতুন ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮০৫০ প্রসেসর রয়েছে। তার সঙ্গে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে। এছাড়াও এই ফোনে একটি ভেপার চেম্বার রয়েছে। ফোন গরম হলে তা ঠান্ডা করতে এবং এই ফিচার কাজে লাগে। আর রয়েছে বাইপাস চার্জিং ফিচার। ইনফিনিক্স জিটি ১০ প্রো ফোনে একটি AMOLED স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। 


ভারতে এই ফোনের দাম, কোথা থেকে কেনা যাবে


ইনফিনিক্স জিটি ১০ প্রো ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। এই একটিই ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স সংস্থার নতুন গেমিং স্মার্টফোন। Cyber Black এবং Mirage Silver- এই দুই রঙে কেনা যাবে ফোনটি। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন আগ্রহীরা। 


ইনফিনিক্স জিটি ১০ প্রো ফোনের স্পেসিফিকেশন



  • ডুয়াল সিম (ন্যানো) রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে Android 13 based XOS 13- এর সাপোর্ট। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৪ এবং দু'বছরের সিকিওরিটি আপগ্রেড পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থা।

  • ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে এই ফোনে। ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে এই ফোনের র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

  • ইনফিনিক্স জিটি ১০ প্রো ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে দুটো ২ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। দুটো স্টিরিও স্পিকার রয়েছে এই ফোনে। সেখানে DTS অডিও টেকনোলজি এবং হাই রেজোলিউশনের অডিও সার্টিফিকেশন রয়েছে। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসরও রয়েছে এই ফোনে। 

  • ইনফিনিক্সের এই গেমিং ফোনে রয়েছে বাইপাস চার্জিং ফিচার। এর সাহায্যে গেম খেললেও ফোন গরম হওয়ার পরিমাণ প্রায় ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে। 


আরও পড়ুন- জি-মেলে সাহায্যের হাত AI-এর! কী কী রয়েছে তালিকায়?