Gaming Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্সের নতুন ফোন। এবার লঞ্চ হবে ইনফিনিক্স জিটি ৩০ প্রো ৫জি মডেল। আগামী ৩ জুন দুপুর ১২টায় ইনফিনিক্স সংস্থার 'জিটি' সিরিজের এই ৫জি ফোন ভারতে লঞ্চ হবে। দেশে লঞ্চের পর এই ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের বেশ কিছু ফিচার, ডিজাইন, স্পেসিফিকেশন সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। ইনফিনিক্স জিটি ৩০ প্রো ৫জি ফোনের ব্যাক প্যানেলে থাকতে চলেছে RGB LED লাইট প্যানেল। গেম খেলার জন্য থাকছে বিশেষ সুযোগ-সুবিধা। ১২০ ফ্রেম পার সেকেন্ডে খেলা যাবে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া বা বিজিএমআই- এর মতো ভিডিও গেম। এছাড়াও ইনফিনিক্সের আসন্ন এই ফোনে থাকতে চলেছে shoulder triggers, যা গেমিংয়ের জন্য প্রয়োজনীয় একটি টুল। 

গ্লোবাল মার্কেটে আগেই লঞ্চ হয়েছে ইনফিনিক্স জিটি ৩০ প্রো ৫জি ফোন, কী কী ফিচার রয়েছে সেই ভ্যারিয়েন্টে, দেখে নিন 

  • ইনফিনিক্স জিটি ৩০ প্রো ৫জি ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩৫০ আল্টিমেট প্রসেসর। 
  • এই ফোনে রয়েছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি, ৪৫ ওয়াটের ওয়্যারড এবং ৩০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। 
  • অ্যান্ড্রয়েড ১৫ বেসড XOS 15- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন। 
  • ইনফিনিক্সের এই ফোনে ১০ ওয়াটের ওয়্যারড এবং ৫ ওয়াটের ওয়্যারলেস রিভার্স চার্জিং ফিচারের সাপোর্টও রয়েছে। 
  • ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। 
  • ফোনের ডিসপ্লের উপর ১৩ মেগাপিক্সেলের সেলফি শুটারের সাপোর্ট পাবেন ইউজাররা। 
  • ৬.৭৮ ইঞ্চির একটি 1.5K AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এর উপর রয়েছে Gorilla Glass 7i প্রোটেকশন লেয়ার। 
  • যেহেতু গেম খেলার জন্য এই ফোন তৈরি হয়েছে, তাই ফোন একটানা অনেকক্ষণ ব্যবহারের পরেও যাতে গরম হয়ে না যায় সেইজন্য ইনফিনিক্সের এই ফোনে রয়েছে এআই ফিচার যুক্ত ভেপার কুলিং চেম্বারের সাপোর্ট। 

অনুমান ভারতে লঞ্চ হতে চলা ইনফিনিক্স জিটি ৩০ প্রো ৫জি ফোনের ফিচার সম্ভবত গ্লোবাল ভ্যারিয়েন্টের মতোই হবে। তবে এই প্রসঙ্গে ইনফিনিক্স সংস্থা এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। ফোনের দাম সম্পর্কেও আভাস পাওয়া যায়নি এখনও। লঞ্চের আগে এই ফোন সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে বলে অনুমান করা হচ্ছে।