Infinix Hot 12: ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্সের নতুন ফোন ইনফিনিক্স হট ১২ (Infinix Hot 12)। আগামী ১৭ অগস্ট এই ফোন লঞ্চ হবে ভারতে। শোনা গিয়েছে, ইনফিনিক্সের (Infinix Smartphone) এই ফোনে একটি ৬০০০ এমএএইচ (6000 mAh) ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনাও রয়েছে। এছাড়াও এই ফোনে একটি ৬.৮২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে থাকবে বলে জানা গিয়েছে। ফোনের পিছনের অংশে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে।
চলতি বছর এপ্রিল মাসে ইনফিনিক্স হট ১২ ফোন লঞ্চ হয়েছিল গ্লোবাল মার্কেটে। এর সঙ্গেই লঞ্চ হয়েছিল ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি এবং ইনফিনিক্স নোট ১২ ফোন। গত বছর লঞ্চ হওয়া ইনফিনিক্স হট ১১ ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হয়েছে ইনফিনিক্স হট ১২ মডেল। চিনের Transsion Group ইউটিউবে একটি ভিডিয়ো পোস্ট করে জানিয়েছে যে ১৭ অগস্ট ইনফিনিক্স হট ১২ ফোন লঞ্চ হবে ভারতে। আর ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোন কেনা যাবে। যদিও ভারতে এই ফোনের দাম কত হতে পারে তা এখনও জানা যায়নি।
এবার ইনফিনিক্স হট ১২ ফোনের সম্ভাব্য বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক
- এই ফোনে অ্যান্ড্রয়েড ১২ এবং Transsion Group সাপোর্ট থাকতে পারে। এছাড়াও ৯০ হার্টজ রিফ্রেশ রেটের TFT IPS ডিসপ্লে থাকতে পারে এই ফোনে।
- একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর থাকতে পারে ইনফিনিক্স হট ১২ ফোনে। তার সঙ্গে যুক্ত থাকতে পারে ৬ জিবি পর্যন্ত র্যাম।
- ইনফিনিক্সের এই ফোনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ। আর থাকতে পারে ডুয়াল স্টিরিও স্পিকার। সেখানে DTS সাপোর্ট থাকতে পারে।
ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি
ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি বাজেট ফোন সম্প্রতি লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৭৯৯ টাকা। ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোন কেনা যাবে। Aqua Sky, Force Black, Origin Blue- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি ফোন। আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে ১০ শতাংশ, প্রায় ৭৫০ টাকা পর্যন্ত ছাড় রয়েছে ক্রেতাদের জন্য। এর পাশাপাশি কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের কার্ড এবং ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রেও ১০ শতাংশ, প্রায় ১০০০ টাকা পর্যন্ত ছাড় রয়েছে।
আরও পড়ুন- সব গ্যাজেটের এক চার্জার ! সরকার নিচ্ছে নতুন উদ্যোগ