Infinix Hot 20 Series: ইনফিনিক্স হট ২০ সিরিজের দু’টি ফোন দ্রুত ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, লঞ্চ হতে পারে ইনফিনিক্স হট ২০ ৫জি (Infinix Hot 20 5G) এবং ইনফিনিক্স হট ২০ প্লে- (Infinix Hot 20 Play) এই দুই ফোন। এখনও আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে সূত্রের খবর, ৩০ নভেম্বর ভারতে এই দুই ফোন লঞ্চ হতে পারে। এর মধ্যে ভ্যানিলা মডেল অর্থাৎ ইনফিনিক্স হট ২০ ৫জি ফোনের দাম ১৫ হাজার টাকার কম হবে বলে শোনা গিয়েছে। এই দুই ফোনে মিডিয়াটেকের প্রসেসর থাকতে পারে। গ্লোবাল মার্কেটে ইতিমধ্যেই ইনফিনিক্স হট ২০ সিরিজের এই দুই ফোন লঞ্চ হয়ে গিয়েছে। ইনফিনিক্স হট ২০ ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। অন্যদিকে ইনফিনিক্স হট ২০ প্লে ফোনেও ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ১৩ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার কথা শোনা গিয়েছে। ইনফিনিক্স হট ২০ প্লে ফোনের সম্ভাব্য দাম এখনও প্রকাশ্যে আসেনি।
Lava Blaze 5G
ভারতে ১৫ নভেম্বর থেকে লাভা ব্লেজ ৫জি (Lava Blaze 5G) ফোনের বিক্রি শুরু হবে। ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon India) থেকে এই ফোন কেনা যাবে। এই ফোনের আসল দাম ১০,৯৯৯ টাকা। তবে প্রথমে এই ফোন কেনা যাবে ৯৯৯৯ টাকায়। অর্থাৎ শুরুতে ১০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। গ্লাস ব্লু এবং গ্লাস গ্রিন- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে লাভা ব্লেজ ৫জি ফোন। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ প্রসেসর। এছাড়াও এই ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, অ্যান্ড্রয়েড ১২-র সাপোর্ট, একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। একবার চার্জ দিলে ২৫ দিন পর্যন্ত বজায় থাকবে স্ট্যান্ডবাই টাইম। এছাড়াও এই ফোনের ব্যাটারির সঙ্গে ৫০ ঘণ্টা পর্যন্ত টক-টাইম পাওয়া সম্ভব, একবার পুরো চার্জ দিলে।
Infinix Zero 5G 2023
ইনফিনিক্স (Infinix) কোম্পানির প্রথম ৫জি ফোন (5G Phone) হিসেবে চলতি বছর ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে ভারতে লঞ্চ হয়েছিল ইনফিনিক্স জিরো ৫জি ফোন। এবার লঞ্চ হতে চলেছে এই ফোনের সাকসেসর মডেল ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩। পার্ল হোয়াইট, কোরাল অরেঞ্জ এবং সাবমেরিনার ব্ল্যাক- এই তিন রঙে লঞ্চ হতে পারে ইনফিনিক্সের নতুন ৫জি ফোন। আপাতত কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটেই এই ফোন দেখা গিয়েছে। ইতিমধ্যেই এই ফোনের কিছু তথ্য প্রকাশ্যে এনেছে ইনফিনিক্স সংস্থা। জানা গিয়েছে এই ফোনে থাকতে চলেছে একটি ৬.৭৮ ইঞ্চির IPS LCD ডিসপ্লে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ ৫জি প্রসেসর থাকবে। ডিসপ্লের উপর থাকবে হোল পাঞ্চ ডিজাইন। সেখানে সেট করা থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে বোটের নতুন স্মার্টওয়াচ, রয়েছে ব্লুটুথ কলিং ফিচার, দাম কত?