Infinix Hot 20 Play: ভারতে ইনফিনিক্স হট ২০ জি (Infinix Hot 20 5G) ফোনের সঙ্গে লঞ্চ হয়েছে ইনফিনিক্স হট ২০ প্লে (Infinix Hot 20 Play) - এই বাজেট ফ্রেন্ডলি ফোন। মিডিয়াটেক কোম্পানির চিপসেট রয়েছে ইনফিনিক্সের এই দুই ফোনে। এছাড়াও রয়েছে বড় ব্যাটারি, ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, এক্সপ্যান্ডেবল র‍্যাম ফিচার। ইনফিনিক্স হট ২০ প্লে ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সেনসর। এছাড়াও রি ফোএন্র ডিসপ্লের উপর রয়েছে একটি হোল পাঞ্চ কাট আউট। সেখানে সেট করা রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেনসর। ইনফিনিক্স হট ২০ প্লে ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯ টাকা। Luna Blue, Aurora Green, Racing Black- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে ইনফিনিক্স হট ২০ প্লে ফোন। ৬ ডিসেম্বর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে দেশে। আগ্রহীরা জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কিনতে পারবেন। 


ইনফিনিক্স হট ২০ প্লে ফনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে ডুয়াল সিম। অ্যান্ড্রয়েড ১২ সাপোর্টও রয়েছে এই ফোনে। এছাড়াও জানা গিয়েছে XOS 10.6- এর সাহায্যে এই ফোন পরিচালিত হবে।

  • ইনফিনিক্স হট ২০ প্লে ফোনে রয়েছে ৬.৮২ ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি পর্যন্ত র‍্যাম।এই র‍্যামের পরিমাণ ৭ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। তার সঙ্গে রয়েছে Quad LED Flash। আর সেলফির জন্য ফোনের ডিসপ্লের উপর রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনের ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 

  • এই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এছাড়াও রয়েছে একটি DTS স্পিকার। সেখানে 3D সাউন্ড এক্সপিরিয়েন্স পাবেন ইউজাররা। এই ফোনে ব্লুটুথ ভি৫ সাপোর্ট রয়েছে। ফনের পিছনের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 


OnePlus Nord CE 3: ওয়ানপ্লাস (OnePlus) সংস্থা তাদের নর্ড সিরিজের নতুন ফোন ওয়ানপ্লাস নর্ড সিই ৩ (OnePlus Nord CE 3) লঞ্চের পরিকল্পনা করছে। এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি সংস্থা। ওয়ানপ্লাস নর্ড সিই ২ লঞ্চ হয়েছে চলতি বছরের শুরুর দিকে ফেব্রুয়ারি মাসে। তার সাকসেসর হিসেবেই লঞ্চ হতে চলেছে নতুন ফোন ওয়ানপ্লাস নর্ড সিই ৩। এই নতুন ফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। 


আরও পড়ুন- ইনফিনিক্সের নতুন ৫জি ফোন হাজির ভারতে, দাম ১২ হাজার টাকারও কম! কী কী ফিচার রয়েছে, দেখে নিন