কলকাতা: ইনফিনিক্স নোট ১২ ৫জি (Infinix Note 12 5G Series) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৮ জুলাই। সম্প্রতি ইনফিনিক্স (Infinix) সংস্থা জানিয়েছে, তাদের আসন্ন ফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর (108 Megapixel Camera) থাকতে চলেছে। এছাড়াও থাকবে অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে। ফ্লিপকার্ট (Flipkart) থেকে ইনফিনিক্স নোট ১২ ৫জি ফোন কেনা যাবে বলেও জানা গিয়েছে। এর পাশাপাশি শোনা যাচ্ছে, এই সিরিজে বেস মডেলের সঙ্গে ইনফিনিক্স নোট ১২ প্রো ৫জি (Infinix Note 12 Pro 5G) ফোনও লঞ্চ হতে পারে।


ইনফিনিক্স ইন্ডিয়ার তরফে টুইটারে জানানো হয়েছে যে তাদের ইনফিনিক্স নোট ১২ ৫জি সিরিজ আগামী ৮ জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে। ফ্লিপকার্টেও এই ফোনের জন্য একটি মাইক্রোসাইট ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, এই স্মার্টফোন সিরিজের প্রো মডেলেই সম্ভবত ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং একটি ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকবে। আর কী কী সেনসর থাকতে পারে তা এখনও প্রকাশ্যে আসেনি। এছাড়াও শোনা যাচ্ছে ইনফিনিক্স নোট ১২ প্রো ৫জি ফোনে একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোএল্ড ডিসপ্লে থাকতে পারে। তার উপর থাকবে ওয়াটার ড্রপ স্টাইলের একটি নচ ডিজাইন। আর সেখানে থাকবে সেলফি ক্যামেরা সেনসর।


 



আনুষ্ঠানিক ভাবে ঘোষণার আগেও ইনফিনিক্স সংস্থা আভাস দিয়েছিল যে ভারতে তারা দুটো ৫জি ফোন লঞ্চ করতে চলেছে। সেগুলি ইনফিনিক্স নোট ১২ ৫জি এবং ইনফিনিক্স নোট ১২ প্রো ৫জি হতে চলেছে। এই ফোনের মধ্যেই একটিতে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকার কথাও উল্লেখ করা হয়েছিল। অনুমান ইনফিনিক্স নোট ১২ প্রো ৫জি ফোনেই এই ক্যামেরা সেনসর থাকবে। টুইটারে পোস্টার শেয়ার করে ইনফিনিক্স সংস্থা জানিয়েছেন তাদের আসন্ন নোট ১২ ৫জি সিরিজ গ্রাহকদের ‘Thrill and Thunder’ ফিলিংস দেবে। ফোন লঞ্চের দিন এবং নির্দিষ্ট কয়েকটি ফিচার ছাড়া এখনও ইনফিনিক্স নোট ১২ ৫জি সিরিজের বিশেষ কোনও স্পেসিফিকেশন প্রকাশ্যে আসেনি। অনুমান লঞ্চের আগে একে একে এই স্মার্টফোন সিরিজের বিভিন্ন ফিচার প্রকাশ্যে আনবে ইনফিনিক্স সংস্থা।


আরও পড়ুন- ৫০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে লঞ্চ হল মোটো জি৪২, দাম কত?