এজবাস্টন: করোনা মুক্ত হয়ে প্রথমবার নেটে নামলেন রোহিত শর্মা। একের পর এক ইনিংসে ব্যর্থ। কীসের সমস্যা হচ্ছে কোহলির? এজবাস্টন টেস্টে চালকের আসনে ভারত। আজ সারাদিন কী হল খেলার মাঠে। দেখে নেওয়া যাক আজকের খেলার খবরের এক ঝলক -


নেটে নেমে পড়লেন রোহিত


করোনা মুক্ত হওয়ার পর প্রথমবার নেটে দেখা গেল হিটম্যানকে। ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী ৭ জুলাই থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজে প্রথম ম্য়াচ থেকেই রোহিত শর্মা খেলবেন, এই আশা করাই যায়। নেটেও বেশ ছন্দেই দেখা মিলল ভারত অধিনায়ককে। আইপিএল খুব একটা ভাল যায়নি। প্রস্তুতি ম্যাচেও রান পাননি। সীমিত ওভারের সিরিজে রান করার জন্য মুখিয়ে থাকবেন রোহিত। বার্মিংহ্যাম টেস্টের দ্বিতীয় দিনই রোহিতের আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ এসেছে। এবার টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতেও নেমে পড়লেন হিটম্যান। নেটে দেখা গেল তাঁকে।


ইংল্যান্ডের টার্গেট ৩৭৮


প্রথম ইনিংসে ১৩২ রানের লিড নিয়ে কিছুটা এগিয়ে ছিল ভারতই। চতুর্থ দিনে লাঞ্চের পর ভারতীয় দলের দ্বিতীয় ইনিংস যখন শেষ হল, তখন ৩৭৭ রানে এগিয়ে বুমরার দল। এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের সামনে জয়ের জন্য পাহাড়প্রমাণ ৩৭৮ রানের লক্ষ্যমাত্রা রাখল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান হাঁকালেন পূজারা, পন্থ।


কোচের দায়িত্বে লক্ষ্মণ?


ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ আগামী ৭ জুলাই। করোনা রিপোর্ট নেগেটিভ হওয়ায় সেই ম্যাচে খেলতে পারেন রোহিত শর্মা। টেস্টে খেলতে না পারলেও টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজে তাঁকে পুরোপুরি পাওয়া যাবে এই আশাই করা হচ্ছে। যদি একান্তই না খেলেন তিনি প্রথম ম্যাচে, সেক্ষেত্রে হার্দিক পাণ্ড্য ও দীনেশ কার্তিকের মধ্যে যে কোনও একজন অধিনায়ক থাকবেন। সূত্রের খবর, টেস্টের পর রাহুল দ্রাবিড়কে বিশ্রাম দেওয়া হতে পারে, সেক্ষেত্রে কোচের দায়িত্ব সামলাবেন লক্ষ্মণ। 


সহবাগের অভিনব ট্যুইট


এজবাস্টন টেস্টে বিরাট কোহলি-জনি বেয়ারস্টোর কথার লড়াইয়ের ফুটেজ সবাই দেখেছে। ২ জনের মধ্যে স্লেজিংয়ের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে, আম্পায়ারকেও এগিয়ে আসতে হয় তা থামাতে। ঘটনাচক্রে, স্লজিংয়ের আগে বেয়ারস্টো অনেক মন্থর গতিতে খেলছিলেন। কিন্তু স্লেজিংয়ের পর রানের গতি বাড়িয়ে দেন তিনি। বেয়ারস্টোর সেঞ্চুরির ইনিংস দেখার পর ট্যুইটারে মজার ছলে সহবাগ লিখেছেন, ''স্লেজিংয়ের আগে স্ট্রাইক রেট ২১ ও স্লেজিংয়ের পরে স্ট্রাইক রেট ১৫০। বেয়ারস্টো পূজারার মতো খেলছিলেন, কোহলি ওঁকে পন্থ বানিয়ে দিল বেকার বেকার স্লেজিং করে।''


শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয় ভারতের


শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচও জিতে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ১০ উইকেটে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে নিল তারা। ওপেনিংয়ে দুর্দান্ত ১৭৪ রানের পার্টনারশিপ গড়লেন স্মৃতি মন্ধানা ও শেফালি ভার্মা। তবে দুরন্ত বোলিংয়ের সুবাদে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রেনুকা সিংহ। তিনি একাই প্রতিপক্ষের ৪ উইকেট তুলে নেন। 


আরও পড়ুন: দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি, এবার ৬৯ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন পন্থ