কলকাতা: ইনফিনিক্স নোট ১২ সিরিজের (Infinix Note 12 Series) দু’টি নতুন মডেল লঞ্চ হয়েছে ভারতে। চলতি বছর মে মাসে ইনফিনিক্স নোট ১২ (Infinix Note 12) এবং ইনফিনিক্স নোট ১২ টার্বো (Infinix Note 12 Turbo) ফোন লঞ্চ হয়েছিল দেশে। এবার লঞ্চ হল ইনফিনিক্স নোট ১২ ৫জি (Infinix Note 12 5G)এবং ইনফিনিক্স নোট ১২ প্রো ৫জি (Infinix Note 12 Pro 5G) ফোন। এর মধ্যে ইনফিনিক্স নোট ১২ ৫জি ফোনের দাম ১৪,৯৯৯ টাকা। অন্যদিকে ইনফিনিক্স নোট ১২ প্রো ৫জি ফোনের দাম ১৭,৯৯৯ টাকা। ১৪ জুলাই থেকে এই দুই ফোনের বিক্রি শুরু হবে। ফ্লিপকার্টের মাধ্যমে ইনফিনিক্স নোট ১২ সিরিজের নতুন দুই ৫জি মডেল কিনতে পারবেন আগ্রহী ক্রেতারা।


কী কী অফার থাকছে


ইনফিনিক্স নোট ১২ প্রো ৫জি ফোনের ক্ষেত্রে প্রি-অর্ডার করলে ১০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। এছাড়াও অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডে ফোন কিনলে ১৫০০ টাকা ছাড় পাওয়া যাবে। এর ফলে এই ফোনের দাম কমে হতে পারে ১৫,৪৯৯ টাকা।


অন্যদিকে ইনফিনিক্স নোট ১২ ৫জি ফোনের প্রি-অর্ডার করলে ৫০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। আর অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডে ফোন কিনলে ১৫০০ টাকা ছাড় পাওয়া যাবে। অর্থাৎ সব ছাড় মিলিয়ে ফোনের দাম কমে হতে পারে ১২,৯৯৯ টাকা।


ইনফিনিক্স নোট ১২ প্রো ৫জি ফোনের স্পেসিফিকেশন


এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০ ৫জি প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। র‍্যামের পরিমাণ ১৩ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এই ফোনে ১০৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর, কোয়াড এলইডি ফ্ল্যাশ এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি সেনসর ও ডুয়াল এলইডি ফ্ল্যাশ রয়েছে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। পুরো ফোনে চার্জ হতে সময় লাগবে এক ঘণ্টা ৩০ মিনিট।


ইনফিনিক্স নোট ১২ ৫জি ফোনের স্পেসিফিকেশন


৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০ ৫জি প্রসেসর, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।


আরও পড়ুন- ১৮০ ওয়াটের থান্ডার চার্জ টেকনোলজি নিয়ে ভারতে লঞ্চ হবে ইনফিনিক্স জিরো আলট্রা, দাম কত হতে পারে?