কলকাতা: ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স জিরো আলট্রা (Infinix Zero Ultra) ফোন। খুব তাড়াতাড়িই ভারতে এই ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। নতুন ইনফিনিক্স জিরো সিরিজ যে ভারতে আসছে সে ব্যাপারে ইনফিনিক্স (Infinix) সংস্থা এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি। তবে এই ফোনের সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে ইনফিনিক্স জিরো আলট্রা ফোন। আর এই ফোনের বিশেষত্ব হতে চলেছে ১৮০ ওয়াটের থান্ডার চার্জ টেকনোলজি (180W Thunder Charge Technology)। এই চার্জিং ফিচারের সাহায্যে একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি ৫০ শতাংশ চার্জ হতে মাত্র ৪ মিনিট সময় লাগবে। শোনা যাচ্ছে, ৪জি ফিচার নিয়ে এই ফোন লঞ্চ হতে পারে। আর এর দাম হতে পারে ২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে।


চার্জিং ফিচার- ইনফিনিক্স জিরো আলট্রা ফোনে যে ১৮০ ওয়াটের থান্ডার চার্জ টেকনোলজি থাকবে বলে শোনা যাচ্ছে সেই আধুনিক চার্জিং প্রযুক্তি প্রথমবার ভারতে লঞ্চ হতে চলেছে। সম্প্রতি ইনফিনিক্স সংস্থা জানিয়েছিল যে ভারতে তাঁরা নতুন চার্জিং প্রযুক্তি লঞ্চ করবে। নির্দিষ্ট ফ্ল্যাগশিপ ফোনে এই ফিচার থাকবে। মূলত চলতি বছরের দ্বিতীয় ভাগে লঞ্চ হওয়া ফোনে এই আধুনিক চার্জিং ফিচার থাকার সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে, এই নতুন চার্জিং ফিচারে দু’ধরনের মোড থাকবে। ফিউরিয়াস মোড এবং স্ট্যান্ডার্ড মোড। এই ফিউরিয়াস মোডে মাত্র এক ক্লিকেই ১৮০ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন ইউজাররা। ব্যাটারির ওভারহিটিং সমস্যা কমতে পারে এই চার্জিং সাপোর্টে।


চলতি বছরের শুরুর দিকে ফেব্রুয়ারি মাসে ইনফিনিক্স জিরো ৫জি ফোন লঞ্চ হয়েছিল ভারতে। ওই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৯,৯৯৯ টাকা। সেই ফোনে ছিল ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও ওই ফোনে ছিল ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে, মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০ প্রসেসর, ট্রিপল রেয়ার ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর।


আরও পড়ুন- রিয়েলমি জিটি নিও ৩ (১৫০ ওয়াট) থর: লাভ অ্যান্ড থান্ডার লিমিটেড এডিশন লঞ্চ হল ভারতে, দেখুন দাম ও ফিচার