Infinix Smartphone: ইনফিনিক্স নোট ৩০ সিরিজের (Infinix Note 30 Series) ফোন ইনফিনিক্স নোট ৩০ ৫জি (Infinix Note 30 5G) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১৪ জুন। ইতিমধ্যেই ইনফিনিক্স নোট ৩০, ইনফিনিক্স নোট ৩০ ৫জি এবং ইনফিনিক্স নোট ৩০ প্রো- এই তিনটি ফোন নির্দিষ্ট কিছু গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। ইনফিনিক্স নোট ৩০ সিরিজের ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই স্মার্টফোন সিরিজের মডেলগুলিতে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। ইনফিনিক্স নোট ৩০ এবং ইনফিনিক্স নোট ৩০ প্রো- এই দুই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর। আর ইনফিনিক্স নোট ৩০ ৫জি ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর। র‍্যামের পরিমাণ বৃদ্ধি করার সুবিধাও থাকছে। ইনফিনিক্স নোট ৩০ সিরিজের তিনটি ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩-র সাপোর্ট এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি। 


ইনফিনিক্স নোট ৩০ ৫জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার



  • এই ফোনে রয়েছে ডুয়াল ন্যানো সিম এবং অ্যান্ড্রয়েড ১৩-র সাপোর্ট। এছাড়াও রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর। তার সঙ্গে ৪ জিবি এবং ৮ জিবি র‍্যাম যুক্ত রয়েছে। 

  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের পাশাপাশি ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং একটি AI সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • এই ফোনের ইনবিল্ট স্টোরেজ ২৫৬ জিবি যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। ডুয়াল স্পিকার রয়েছে এই ফোনে। সেখানে হাই রেজোলিউশনের অডিও ফিচার পাওয়া যাবে। 


Tecno Smartphone: ভারত সম্প্রতি লঞ্চ হয়েছে Tecno Camon 20 সিরিজ। এই স্মার্টফোন সিরিজে রয়েছে তিনটি ফোন Tecno Camon 20 এবং Tecno Camon 20 প্রো ৫জি ও Tecno Camon 20 ৫জি প্রিমিয়ার। এই তিনটি মডেল ভারতে লঞ্চ হয়েছে। Tecno Camon 20 ফোন ২৯ মে থেকে কেনা যাবে। অ্যামাজনের মাধ্যমে এই ফোন কিনতে পারবেন। Tecno Camon 20 প্রো ৫জি ফোন জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কেনা যাবে। অন্যদিকে Tecno Camon 20 প্রিমিয়ার ৫জি ফোন জুনের তৃতীয় সপ্তাহ থেকে বিক্রি শুরু হবে। Tecno Camon 20 ফোনের দাম ১৪,৯৯৯ টাকা। ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হয়েছে। Tecno Camon 20 প্রো ৫জি ফোনের দুটো ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে ভারতে। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। Tecno Camon 20 ৫জি প্রিমিয়ার ফোনের দাম এখনও ঘোষণা করা হয়নি।


আরও পড়ুন- বাড়িতে সহজ পদ্ধতিতে তৈরি করুন আমন্ড মিল্ক