Infinix Smartphone: ইনফিনিক্স নোট ৩০ ৫জি (Infinix Note 30 5G) ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর। এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্টও রয়েছে। এছাড়াও রয়েছে বাইপাস চার্জিং মোড (Bypass Charging Mode)। ফোনে গেম খেলার সময় ডিভাইস গরম হয়ে যায়। নতুন ফিচার ফোন গরম হওয়া থেকে আটকাবে। প্রায় ৭ শতাংশ পর্যন্ত গরম হওয়া কমাবে। মাদারবোর্ডে চার্জিং কারেন্ট পাঠিয়ে এই কাজ করা হবে বলে জানিয়েছে ইনফিনিক্স সংস্থা। 


ভারতে ইনফিনিক্স নোট ৩০ ৫জি ফোনের দাম


এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। অ্যাক্সিস ব্যাকের ডেবিট বা ক্রেডিট কার্ডে ফোন কিনলে ১০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। 


ইনফিনিক্স নোট ৩০ ৫জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও অ্যান্ড্রয়েড ১৩ বেসড XOS 13 out-of-the-box- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন। এই ফোনের ২৫৬ জিবি স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে। 

  • ইনফিনিক্সের এই ফোনে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে ডুয়াল স্টিরিও স্পিকার। JBL- এর স্পিকার রয়েছে এই ফোনে। সেখানে রয়েছে হাই রেজোলিউশন অডিও সাপোর্ট। 


Vivo Y36 4G: ভিভো ওয়াই৩৬ ৪জি (Vivo Y36 4G) ফোন ভারতে লঞ্চ হতে পারে জুন মাসে। যদিও এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। ভারতে এই ফোন কালো এবং সোনালি রঙে লঞ্চ হতে পারে। এই মডেলের দাম ১৮ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে হতে চলেছে বলে শোনা গিয়েছে। তবে ভারতে ভিভো ওয়াই৩৬ ৪জি ফোন কোন কোন র‍্যাম বা স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে তা জানা যায়নি এখনও। 


iQoo Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো (Vivo) সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo) কোম্পানির একটি নতুন ৫জি (5G) ফোন। জানা গিয়েছে, ৪ জুলাই ভারতে লঞ্চ হতে পারে আইকিউওও নিও ৭ প্রো ৫জি (iQoo Neo 7 Pro 5G) ফোন। এই ফোনের ক্ষেত্রে একটি হোল-পাঞ্চ ডিসপ্লে ডিজাইন লক্ষ্য করা যাবে বলে জানা গিয়েছে। কমলা রঙের শেডে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। আইকিউওও নিও ৭ প্রো ৫জি ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর থাকতে পারে। এছাড়াও শোনা যাচ্ছে, এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি শোনা গিয়েছে, আইকিউওও নিও ৭ রেসিং এডিশনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে আইকিউওও নিও ৭ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে। 


আরও পড়ুন- চুলের রুক্ষ-শুষ্ক ভাব দূর করতে সারাবছরই প্রয়োজন যত্ন, কীভাবে পরিচর্যা করবেন?