Infinix Note 30: ইনফিনিক্স নোট ৩০ (Infinix Note 30) ফোনের লাইভ ইমেজ প্রকাশ্যে এসেছে সম্প্রতি। অনলাইনে ফাঁস হওয়া এই ফোনের ছবি থেকে মডেলের ডিজাইন এবং সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। ইনফিনিক্স নোট ৩০ ফোনের ডিসপ্লের উপর হোল পাঞ্চ কাট আউট রয়েছে। উপরের দিকে মাঝ বরাবর রয়েছে এই কাট আউট, সেখানে সেট করা থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনে থাকতে পারে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর। তার সঙ্গে যুক্ত থাকতে পারে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। ইনফিনিক্স নোট ৩০ ফোনে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। ইনফিনিক্স নোট ৩০ সিরিজে (Infinix Note 30 Series) যুক্ত হতে পারে ইনফিনিক্স নোট ৩০ প্রো এবং ইনফিনিক্স নোট ৩০ ভিআইপি এডিশন- এই দুই ফোন। 


কী রঙে লঞ্চ হতে পারে ইনফিনিক্স নোট ৩০ ফোন


টিপস্টার পারস গগলানি ইনফিনিক্স নোট ৩০ ফোনের ছবি প্রকাশ্যে এনেছেন। সেখানে দেখা গিয়েছে, বেগুনি রঙে এই ফোন লঞ্চ হতে পারে। ইনফিনিক্সের আসন্ন ফোনের ব্যাক প্যানেলে থাকতে পারে আয়তাকার আকৃতির ক্যামেরা মডিউল। এখানে তিনটি ক্যামেরা সেনসরের সঙ্গে এলইডি ফ্ল্যাশ থাকার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড্রয়েড ১৩-র সাপোর্টে এই ফোন পরিচালিত হতে পারে। 


ক্যামেরা ফিচার- ইনফিনিক্স নোট ৩০ ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত সেনসর থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে ইনফিনিক্স নোট ৩০ ফোনে। 


Realme Narzo Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি'র নতুন ফোন (New Realme Smartphone)। এবার লঞ্চ হবে রিয়েলমি এন৫৫ (Realme N55)। এই প্রথম রিয়েলমি সংস্থার 'এন' সিরিজের কোনও ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। আগামী ১২ এপ্রিল রিয়েলমি এন৫৫ ফোন ভারতে লঞ্চ হবে। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। 


Vivo Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো এক্স৯০ সিরিজ (Vivo X90 Series)। এবছর এপ্রিল মাসের শেষে অর্থাৎ চলতি মাসের শেষে এই স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হতে পারে। এই সিরিজে থাকতে চলেছে ভিভো এক্স৯০ (Vivo X90) এবং ভিভো এক্স৯০ প্রো (Vivo X90 Pro) - এই দুই ফোন। 


আরও পড়ুন- হোয়াটসঅ্যাপের স্টেটাস আপডেট শেয়ার করা যাবে ফেসবুক স্টোরিতেও! কীভাবে?