Whatsapp Feature: হোয়াটসঅ্যাপে আসছে নতুন একটি ফিচার। শোনা যাচ্ছে, এই ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপের স্টেটাস আপডেট (Whatsapp Status Update) শেয়ার করা যাবে ফেসবুক স্টোরিতেও (Facebook Story)। তার জন্য হোয়াটসঅ্যাপ অ্যাপ থেকে বেরনোরও কোনও দরকার হবে না। এর আগেও হোয়াটসঅ্যাপের স্টেটস আপডেট ফেসবুকে শেয়ার করা যেত। কিন্তু সেক্ষেত্রে অতিরিক্ত কিছু পর্যায়ে কাজকর্ম করতে হতো ইউজারদের। সর্বোপরি ম্যানুয়ালি অর্থাৎ ইউজারকেই হোয়াটসঅ্যাপের স্টেটাস আপডেট ফেসবুক স্টোরিতে শেয়ার করতে হতো। কিন্তু নতুন ফিচারের ক্ষেত্রে এত ঝামেলা থাকবে না বলেই জানা গিয়েছে। আগে প্রত্যেকবার ইউজার হোয়াটসঅ্যাপ স্টেটাসে যা শেয়ার করতেন তা হাতেকলমে নিজেকেই শেয়ার করতে হতো ফেসবুক স্টোরিতে। এর জন্য বেশ কয়েকটি অতিরিক্ত স্টেপ অনুসরণ করতে হতো। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo একথা জানিয়েছে। তবে নতুন ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপ স্টেটাসে শেয়ার করা আপডেট এমনিই ফেসবুক স্টোরিতে শেয়ার করা যাবে। কোনও ঝামেলা থাকবে না।
একটি রিপোর্টে বলা হয়েছে হোয়াটসঅ্যাপের স্টেটাস প্রাইভেসি সেটিংসের মধ্যে ইউজাররা একটি নতুন অপশন খুঁজে পাবেন- share my status updates across my accounts। এক্ষেত্রে ইউজাররা নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট যুক্ত করে নিতে পারবেন। এবার এই ফিচার এনাবেল করে দিলেই হোয়াটসঅ্যাপ থেকে না বেরিয়েও নিজের স্টেটাস আপডেট ফেসবুক স্টোরিতে শেয়ার করতে পারবেন ইউজাররা।
হোয়াটসঅ্যাপ ডিসঅ্যাপিয়ারিং মেসেজ
হোয়াটসঅ্যাপে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচার চালু হয়েছে অনেক আগে। এবার এমন ফিচার চালু হতে চলেছে যার সাহায্যে ইউজাররা মেসেজ ডিসঅ্যাপিয়ার অর্থাৎ উধাও হওয়া বা মুছে যাওয়া থেকে বাঁচিয়ে রাখতে পারবেন। এই ফিচার চালু হলে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ সংগ্রহ করে রাখতে পারবেন ইউজাররা। গুগল প্লে স্টোরে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানে বিটা 2.23.8.3 আপডেট উপলব্ধ হয়েছে। এখানেই এই নতুন ফিচার পাওয়া যাবে। বিটা টেস্টাররা প্রথমে সুযোগ পাবেন। আপাতত এই ফিচারের রোল আউট শুরু হয়েছে।
মেটা (Meta) অধিকৃত জনপ্রিয় মেসেজিং অ্যাপের জন্য ১৫টি নতুন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ডিউরেশন নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপিয়ারিং মেসেজ হল এমন একটি ফিচার যার সাহায্যে ইউজারের পাঠানো মেসেজ নির্দিষ্ট সময় পরে ডিলিট হয়ে যায়। এই নির্দিষ্ট সময় সেট করে রাখা যায়। বর্তমানে তিনটি ডিউরেশন সেট করার অপশন রয়েছে ২৪ ঘণ্টা, ৭ দিন এবং ৯০ দিন। এমনটাই জানিয়েছে হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo। তবে এই ডিউরেশনের তালিকাতেই নতুন করে ১৫টি অপশন যুক্ত হতে চলেছে। এবার যুক্ত হবে- এক বছর, ১৮০ দিন, ৬০ দিন, ৩০ দিন, ২১ দিন, ১৪ দিন, ৬ দিন, ৫ দিন, ৪ দিন, ৩ দিন, ২ দিন, ১২ ঘণ্টা, ৬ ঘণ্টা, ৩ ঘণ্টা এবং ১ ঘণ্টা।
আরও পড়ূন- ভারতে ভিভো এক্স৯০ ও ভিভো এক্স৯০ প্রো ফোন কবে লঞ্চ হবে? কী কী ফিচার থাকতে পারে?