Infinix Smartphones: ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি সিরিজ (Infinix Note 40 Pro 5G Series)। এই স্মার্টফোন সিরিজের মধ্যে দু'টি ফোন লঞ্চ হয়েছে। সেগুলি হল ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি (Infinix Note 40 Pro 5G) এবং ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস ৫জি (Infinix Note 40 Pro Plus 5G) - এই দুই ফোন। ইনফিনিক্সের মিড-রেঞ্জের (Infinix Mid Range Smartphones) এই দুই ফোনে রয়েছে সংস্থার নিজস্ব Cheetah X1 পাওয়ার ম্যানেজমেন্ট চিপ (Power Management Chip)। এছাড়াও রয়েছে তিনটি ডায়নামিক চার্জিং মোড (Dynamic Charging Mode)। ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি সিরিজের দুই ফোনে রয়েছে কার্ভড AMOLED ডিসপ্লে এবং ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর। ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের চার্জিং সাপোর্ট। অন্যদিকে ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস ফোনে রয়েছে একটি ৪৬০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের চার্জিং সাপোর্ট। 


ভারতে ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি এবং ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস ৫জি ফোনের দাম কত, কোথা থেকে এবং কী কী রঙে কেনা যাবে এই দুই ফোন, দেখে নিন কী কী অফার রয়েছে 


ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস ৫জি ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। এই ফোন কেনা যাবে Obsidian Black এবং Vintage Green - এই দুই রঙে। অন্যদিকে, ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২১,৯৯৯ টাকা। এই ফোন কেনা যাবে Vintage Green এবং Titan Golden - এই দুই রঙে। ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি সিরিজের এই দুই ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। এইচডিএফসি এবং এসবিআই - এই দুই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ফোন কিনলে ক্রেতারা ২০০০ টাকা ছাড় পাবেন। ইনফিনিক্সের এই দুই ফোনে IP53 রেটিং যুক্ত ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি সিরিজের এই দুই ফোন। এছাড়াও এই দুই ফোনে রয়েছে র‍্যাম ফিউশন টেকনোলজি, যার সাহায্যে র‍্যামের পরিমাণে ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে ভার্চুয়াল ভাবে বাড়ানো সম্ভব। 


আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ স্টেটাস শেয়ার করা যাবে ইন্সটাগ্রাম স্টোরিতে, আসছে নতুন ফিচার 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।