Infinix Smartphone: নতুন বছরে ভারতে ইনফিনিক্স সংস্থা নয়া ফোন লঞ্চ করবে একথা আগেই ঘোষণা করেছিল। ইনফিনিক্স স্মার্ট ৮ (Infinix Smart 8) ফোন ভারতে আসছে খুব তাড়াতাড়ি। আগামী ১৩ জানুয়ারি এই ফোন ভারতে লঞ্চ হবে। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের ভারতীয় ভ্যারিয়েন্ট (Indian Variant) সম্পর্কে কিছু তথ্য ফাঁস হয়েছে। বেশ কিছু স্পেসিফিকেশন এবং কী কী রঙে এই ফোন লঞ্চ হতে পারে তার আভাস পাওয়া গিয়েছে। অনুমান, ইনফিনিক্স স্মার্ট ৮ ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টের সঙ্গে ভারতে লঞ্চ হতে চলা মডেলের মিল থাকবে। এবার দেখে নেওয়া যাক ইনফিনিক্স স্মার্ট ৮ ফোনের ভারতীয় মডেল সম্পর্কে কী কী তথ্য এখনও পর্যন্ত জানা গিয়েছে।



  • ফ্লিপকার্টে ইনফিনিক্স স্মার্ট ৮ ফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ভারতে লঞ্চ পরে এই ফোন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। 

  • অনুমান ইনফিনিক্সের এই ফোন একটি বাজেট সেগমেন্টের মডেল হতে চলেছে। ইনফিনিক্স স্মার্ট ৮ ফোনের দাম ভারতে ৭০০০ টাকার কম থেকে শুরু হতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকে। 

  • ইনফিনিক্স স্মার্ট ৮ ফোনে ৮ জিবি পর্যন্ত র‍্যাম থাকবে। এর মধ্যে ৪ জিবি ফিজিক্যাল র‍্যাম। বাকি ৪ জিবি ভার্চুয়াল র‍্যাম। ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে এই র‍্যামের পরিমাণ বাড়ানো সম্ভব হবে। এছাড়াও ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ থাকতে পারে এই ফোনে। 

  • অ্যাপেলের ডায়নামিক আইল্যান্ডের মতো এই ফোনে একটি ম্যাজিক রিং ফিচার থাকতে চলেছে। ওষুধের মতো দেখতে এই ফিচার থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসরের হোল পাঞ্চ কাট-আউটের চারপাশে। এখানে দেখা যাবে বিভিন্ন নোটিফিকেশন এবং অ্যালার্ট। ডিসপ্লের উপরের দিকে এই ফিচার লক্ষ্য করা যাবে। 

  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে ইনফিনিক্স স্মার্ট ৮ ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত সেনসর থাকবে। ফোনের স্ক্রিনের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকবে বলে শোনা গিয়েছে। এর সঙ্গে থাকবে ফ্ল্যাশ লাইট। 

  • গ্যালাক্সি হোয়াইট, রেনবো ব্লু, শাইনি গোল্ড এবং টিম্বার ব্ল্যাক- এই চারটি রঙে লঞ্চ হবে ইনফিনিক্স স্মার্ট ৮ ফোন। সুরক্ষার হয় ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকবে। 


আরও পড়ুন- ভিভো ওয়াই২৮ ৫জি লঞ্চ হয়েছে ভারতে, দাম কত? কী কী ফিচার রয়েছে?