Vivo Smartphones: নতুন বছরের শুরুতেই ভারতে হাজির ভিভো ওয়াই সিরিজের (Vivo Y Series) নয়া ফোন। এবার লঞ্চ হয়েছে ভিভো ওয়াই২৮ ৫জি (Vivo Y28 5G) মডেল। ভিভো ওয়াই সিরিজের এই ৫জি ফোন লঞ্চ হয়েছে দুটো রঙে। এই ফোনে রয়েছে ৬.৫৬ ইঞ্চির এলসিডি স্ক্রিন যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ভিভো ওয়াই২৮ ৫জি ফোন পরিচালিত হবে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০২০ প্রসেসরের সাহায্যে। এই ফোনে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। ভিভোর এই নতুন ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকবে। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা রয়েছে। ভিভো ওয়াই২৮ ৫জি ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলের ঝাপটায় ফোন নষ্ট হবে না সহজে।
ভারতে ভিভো ওয়াই২৮ ৫জি ফোনের দাম
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১৩,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভার্সানের দাম ১৫,৪৯৯ টাকা। আর এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। ক্রিস্টাল পার্পল এবং গ্লিটার অ্যাকোয়া- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই সিরিজের নতুন ফোন। অ্যামাজন, ফ্লিপকার্ট, ভিভো ইন্টায়া ই-স্টোর এবং বিভিন্ন বড় রিটেল স্টোর থেকে এই ফোন কেনা যাবে।
ভিভো ওয়াই২৮ ৫জি ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ বেসড Funtouch OS 13 - এর সাপোর্ট। এর সাহায্যেই পরিচালিত হবে ফোন। এছাড়াও রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট। এই ফোনে ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ পর্যন্ত।
- ভিভো ওয়াই সিরিজের নতুন ফোনে একটি অক্টা-কোর ৭ এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৬০২০ প্রসেসর রয়েছে। তার সঙ্গে ১২ জিবি পর্যন্ত র্যাম যুক্ত রয়েছে। এই ফোনে রয়েছে এক্সটেনডেড র্যাম ফিচারের সাপোর্ট। এর সাহায্যে ভার্চুয়াল ভাবে র্যামের পরিমাণ আরও বাড়িয়ে ১৬ জিবি পর্যন্ত করা যাবে।
- এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনে ১২৮ জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজ রয়েছে।
- ভিভো ওয়াই২৮ ৫জি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। কানেক্টিভিটি অপশন হিসেবে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১, ইউএসবি ২.০ পোর্ট, জিপিএস, এ-জিপিএস, এফএম রেডিও। এছাড়াও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর, কালার টেম্পারেচার সেনসর।
আরও পড়ুন- কেমন হতে চলেছে পোকো এক্স৬ প্রো ফোনের ক্যামেরা এবং ডিসপ্লে? দেখে নিন লঞ্চের আগে