Infinix Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স সংস্থার নতুন ফোন (Infinix Phone)। এবার লঞ্চ হবে ইনফিনিক্স নোট ৪০ ৫জি (Infinix Note 40 5G)। ইনফিনিক্স সংস্থার নোট সিরিজের (Infinix Note Series) এই ৫জি ফোন (5G Phone) লঞ্চ হতে চলেছে আগামী ২১ জুন। এর আগে এপ্রিল মাসে লঞ্চ হয়েছে ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি ফোন। এবার সেই তালিকাতেই জুড়তে চলেছে ইনফিনিক্স নোট ৪০ ৫জি ভ্যানিলা মডেলের নাম। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের ডিজাইন, রং, স্পেসিফিকেশন সপর্কে আভাস পাওয়া গিয়েছে। মে মাসে ফিলিপিন্সে লঞ্চ হয়েছে ইনফিনিক্সের এই ৫জি ফোন। অনুমান সেই একই ভার্সান হিসেবে ভারতে লঞ্চ হবে ইনফিনিক্স নোট ৪০ ৫জি ফোন। অর্থাৎ ডিজাইন, রং, ফিচার, স্পেসিফিকেশনে মিল থাকতে পারে। 


ইনফিনিক্স নোট ৪০ ৫জি ফোনের ডিজাইন কেমন হতে পারে 


ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে ইনফিনিক্সের আসন্ন ফোনের ব্যাক প্যানেলে। সামান্য উঁচু একটি আয়তাকার ক্যামেরা মডিউলে সুসজ্জিত থাকবে এই ক্যামেরা ইউনিট। অন্যদিকের ফোনের ডিসপ্লের চারপাশে থাকতে চলেছে স্লিম বেজলস। আর ডিসপ্লের উপরের দিকে হোল পাঞ্চ কাট আউট থাকবে, যেখানে সাজানো থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও ফোনের নীচের অংশে থাকবে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট এবং স্পিকার গ্রিল। ফোনের ডানদিকের অংশে থাকতে চলেছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স। Obsidian Black এবং Titan Gold- এই দুই রঙে ভারতে লঞ্চ হতে পারে ইনফিনিক্স নোট ৪০ ৫জি ফোন। 


ইনফিনিক্স নোট ৪০ ৫জি ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে কী কী ফিচার থাকতে পারে 



  • ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে থাকতে পারে ইনফিনিক্সের আসন্ন ফোনে, যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।

  • এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াটের ওয়্যারলেস ম্যাগচার্জ সাপোর্ট থাকবে বলে জানিয়েছে ইনফিনিক্স সংস্থা। 

  • জেবিএল সংস্থার স্পিকার থাকতে চলেছে ইনফিনিক্স নোট ৪০ ৫জি ফোন। এর আগে জেবিএল স্পিকার দেখা গিয়েছিল ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি এবং ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস ৫জি ফোনেও। 

  • এছাড়াও এই ফোনে থাকতে পারে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০২০ প্রসেসর। তার সঙ্গে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত থাকতে পারে। 

  • এই ফোনে পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৪ বেসড XOS 14- এর সাহায্যে। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ফোন। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। 

  • ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে ইনফিনিক্স নোট ৪০ ৫জি ফোনে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে দুটো ২ মেগাপিক্সেলের সেনসর থাকতে পারে। এছাড়াও এই ফোনে ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। 


আরও পড়ুন- শক্তিশালী ব্যাটারি নিয়ে লঞ্চ হতে চলেছে নতুন ওয়ানপ্লাস নর্ড ফোন, দাম থাকবে সাধ্যের মধ্যেই 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।