নয়াদিল্লি: ফের ডিপফেকের (Deepfake Video) শিকার তারকা অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। ফের প্রশ্নের মুখে প্রযুক্তিগত নিরাপত্তা। উদ্বিগ্ন অভিনেত্রীর অনুরাগীরাও। সম্প্রতি একটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি 'গেট রেডি উইথ মি' (Get Ready With Me) ভিডিও তৈরি হয়েছে যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী আলিয়া ভট্টকে। এই ভিডিও ইনস্টাগ্রামে Sameeksha Avtr নামক এক হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে যা ইতিমধ্যেই ১৭ মিলিয়ন ভিউজ ছাড়িয়েছে। 


ফের আলিয়া ভট্টের ডিপফেক ভিডিও ভাইরাল


কালো চিকনকারি কুর্তি পরে, কানে দুল পরে 'গেট রেডি উইথ মি' ভিডিও করছেন আলিয়া ভট্ট? ঠিক এত সহজ নয় ব্যাপারটা। 'Sameeksha Avtr' নামক যে হ্যান্ডল থেকে এই ভিডিও পোস্ট করা হয়েছে তার বায়োতে লেখা রয়েছে, 'সমস্ত ভিডিও তৈরি করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহা করে একমাত্র মনোরঞ্জনের জন্য'। প্রসঙ্গত, এই হ্যান্ডলে এই ধরনের AI ব্যবহার করে তৈরি আরও একাধিক ভিডিও রয়েছে।


এই নির্দিষ্ট ভিডিওটি ভাইরাল হওয়ার পর উদ্বেগ প্রকাশ করেছেন আলিয়ার অনুরাগীরা। বিশেষ করে AI-এর ব্যবহার যে কতটা ভয়ানক হয়ে উঠছে ধীরে ধীরে সেই বিষয়ে উদ্বেগ প্রকাশ তাঁদের। একজন ওই পোস্টের কমেন্টে লেখেন, 'দিনের পর দিন এআই আরও ভয়ানক হয়ে উঠছে'। অপর একজন লেখেন, 'যাঁরা এই ভিডিওকে সত্যি ভাবছেন তাঁদের জন্য খারাপ লাগছে'। আরও একজন লেখেন, 'আমি AI-কে ভয় পেতে শুরু করেছি এবার'। 


 






আরও পড়ুন: 'Pherari Mon': এবার কি ফিরে আসবে আসল অগ্নি, 'ফেরারি মন' ধারাবাহিকে শেষ হাসি হাসবে কে? পরমা না তুলসি?


এই প্রথম নয়, এর আগেও একবার ডিপফেক ভিডিওর শিকার হয়েছেন অভিনেত্রী আলিয়া ভট্ট। এই বছরের মে মাসেই একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় যে অভিনেত্রী ওয়ামিকা গাব্বির শরীরে আলিয়ার মুখ মর্ফ করে বসানো হয়েছে।                                    


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।