Infinix Tab: ইনফিনিক্স সংস্থা ভারতে অনেকদিন ধরেই স্মার্টফোন লঞ্চ করে। তবে এই প্রথম দেশে ট্যাবও (Infinix Tablet) লঞ্চ করেছ ইনফিনিক্স সংস্থা। সম্প্রতি ইনফিনিক্স এক্স প্যাড (Infinix Xpad) - এই ট্যাবলেট বা ট্যাবটি ভারতে লঞ্চ হয়েছে। এই ট্যাবে রয়েছে ১১ ইঞ্চির ডিসপ্লে। এখানে ইউজাররা ফুল এইচডি প্লাস রেজোলিউশনে ছবি, ভিডিও দেখতে পাবেন। ৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে কোয়াড স্পিকার। ওয়াই-ফাই - এর সঙ্গে সঙ্গে এই ট্যাবে ৪জি এলটিই কানেক্টিভিটি সাপোর্টও রয়েছে। অ্যান্ড্রয়েড ১৪ বেসড XOS 14 - এর সাহায্যে পরিচালিত হবে ইনফিনিক্স এক্স প্যাড ট্যাবটি। এখানে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর রয়েছে। তার সঙ্গে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে। এখনও এই ট্যাবের বিক্রি শুরু হয়নি ভারতে। জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসের শেষ থেকে ইনফিনিক্স এক্স প্যাড - এই ট্যাবের বিক্রি শুরু হবে।
ইনফিনিক্স এক্স প্যাড - এই ট্যাবের দাম ভারতে কত
এই ট্যাবের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। আগামী ২৬ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে বিক্রি। কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। তিনটি রঙে এই ট্যাব লঞ্চ হয়েছে ভারতে।
ইনফিনিক্স এক্স প্যাড - এই ট্যাবে কী কী ফিচার রয়েছে একনজরে দেখে নিন
- এখানে ১১ ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD স্ক্রিন রয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
- একটি ৬ এনএম অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট রয়েছে এই ট্যাবে।
- ইনফিনিক্স এক্স প্যাড - এর ইনবিল্ট স্টোরেজের পরিমাণ ১ টিবি বাড়ানো সম্ভব মাইক্রো এসডি কার্ডের সাহায্যে।
- অ্যান্ড্রয়েড ১৪ বেসড XOS 14 out-of-the-box - এর সাহায্যে পরিচালিত হবে ট্যাবটি। কোয়াড স্পিকার ইউনিট রয়েছে এই ট্যাবে।
- ChatGPT বেসড ভয়েস অ্যাসিট্যান্ট Folax সাপোর্ট রয়েছে ইনফিনিক্স এক্স প্যাড ট্যাবে।
- এই ট্যাবে রয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট।
- ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে এই ট্যাবে চার্জ দেওয়া যাবে। ট্যাবের ওজন প্রায় ৪৯৬ গ্রাম।
- এই ট্যাবে ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ, ওটিজি সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক।
আরও পড়ুন- প্রি-বুকিং করলে আইফোন ১৬ সিরিজের ফোনের দামে কী কী ছাড় পাওয়া যাবে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।