Lava 5G Phones: লাভা ব্লেজ ৩ ৫জি ফোন (Lava Blaze 3 5G) লঞ্চ হয়েছে ভারতে। এটি একটি সস্তার ৫জি ফোন। লাভা ব্লেজ ২ ৫জি (Lava Blaze 2 5G) ফোনের সাকসেসর মডেল এটি। লাভা ব্লেজ ৩ ৫জি ফোনে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে। এছাড়াও রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ চিপসেট। আর রয়েছে একাধিক এআই ফিচার। লাভা ব্লেজ ৩ ৫জি ফোনের রেয়ার প্যানেলে ক্যামেরা ইউনিটে একটী ভাইব লাইট রয়েছে। ছবি তোলার সময় আলো সঠিক পরিমাণে যাতে বজায় থাকে সেক্ষেত্রে এই ফিচার কাজ করবে।
ভারতে লাভা ব্লেজ ৩ ৫জি ফোনের দাম কত
১১,৪৯৯ টাকায় দেশে কেনা যাবে লাভা ব্লেজ ৩ ৫জি ফোন। এটি স্পেশ্যাল লঞ্চ প্রাইস। এখানে যুক্ত রয়েছে ব্যাঙ্ক অফার। তার ফলে ফোনের দাম আরও কমে হচ্ছে ৯৯৯৯ টাকা। অর্থাৎ ১০ হাজার টাকার কমেই ৫জি ফোন কিনতে পারবেন আপনি। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হয়েছে। লাভা ব্লেজ ৩ ৫জি ফোন কেনা যাবে আগামী ১৮ সেপ্টেম্বর, দুপুর ১২টা থেকে। এক্সক্লুসিভ ভাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। গ্লাস ব্লু এবং গ্লাস গোল্ড- এই দুই রঙে লঞ্চ হয়েছে লাভা ব্লেজ ৩ ৫জি ফোন।
লাভা ব্লেজ ৩ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে
- এই ফোনে রয়েছে ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস হোল পাঞ্চ কাট আউট যুক্ত ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
- এই ফোনের ইনবিল্ট ১২৮ জিবি স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- লাভা ব্লেজ ৩ ৫জি ফোনের র্যামের পরিমাণও ভার্চুয়াল ভাবে ৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
- ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে একটি সেকেন্ডারি এআই ক্যামেরা সেনসরও রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। একাধিক এআই ভিত্তিক ক্যামেরা ফিচার রয়েছে লাভা ব্লেজ ৩ ৫জি ফোনে।
- এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া যাবে এই ফোনে।
- ইউজারদের নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেনসর এবং ফেস আনলক ফিচার রয়েছে লাভা ব্লেজ ৩ ৫জি ফোনে।
আরও পড়ুন- শক্তপোক্ত মোটোরোলা স্মার্টফোন হাজির দেশে, ক্যামেরা ফিচারে রয়েছে এআই সাপোর্ট
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।