Infinix Phones: ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স সংস্থার নতুন ফোন (Infinix Smartphone)। এবার লঞ্চ হয়েছে ইনফিনিক্স জিরো ৪০ ৫জি ফোন (Infinix Zero 40 5G)। এই ফোনে রয়েছে সংস্থার নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি যুক্ত ফিচার অর্থাৎ ইনফিনিক্স এআই ফিচার (Infinix AI Features)। একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ চিপসেট রয়েছে ইনফিনিক্স জিরো ৪০ ৫জি ফোনে। এছাড়াও এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 


ভারতে ইনফিনিক্স জিরো ৪০ ৫জি ফোনের দাম কত, কোথা থেকে কেনা যাবে, কী কী রঙে এই ফোন লঞ্চ হয়েছে, কবে থেকে বিক্রি শুরু হচ্ছে, জেনে নিন সবিস্তারে 


এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা। অন্যদিকে ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৩০,০০০ টাকা। মুভিং টাইটেনিয়াম, রক ব্ল্যাক এবং ভায়োলেট গার্ডেন- এই তিন রঙে ইনফিনিক্স জিরো ৪০ ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে। বিক্রি শুরু হবে আগামী ২১ সেপ্টেম্বর সন্ধে ৭টা থেকে। অনলাইনে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। 


ইনফিনিক্স জিরো ৪০ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে একনজরে দেখে নিন 



  • এই ফোনে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত কার্ভড AMOLED স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এর উপরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ বেসড XOS 14.5- এর সাহায্যে। 

  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে ৫০ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড শুটার এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। রেয়ার এবং ফ্রন্ট, দুটো ক্যামেরাতেই 60 FPS- এ 4K ভিডিও রেকর্ডিং করা যাবে। 

  • ইনফিনিক্স জিরো ৪০ ৫জি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড ও ২০ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনের ওজন প্রায় ১৯৫ গ্রাম। ডুয়াল ন্যানো সিমের সাপোর্ট রয়েছে এই ফোনে। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া যাবে। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে ইনফিনিক্সের এই ফোনে। 


আরও পড়ুন- ২০ হাজার টাকার কমে কেনা যাবে রিয়েলমির নতুন ট্যাব, একবার চার্জে চলবে প্রায় ১৫ ঘণ্টা 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।