Infinix 5G Phone: সেপ্টেম্বর মাসে একাধিক ৫জি ফোন (5G Phones) লঞ্চ হতে চলেছে ভারতে। সেই তালিকায় আছে ইনফিনিক্স (Infinix Phones) সংস্থারও একটি মডেল। জানা গিয়েছে, এবার ভারতে লঞ্চ হবে ইনফিনিক্স জিরো ৪০ ৫জি ফোন (Infinix Zero 40 5G Phone)। এই ফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI Features) যুক্ত একাধিক ফিচার থাকতে চলেছে। আগামী ১৮ সেপ্টেম্বর দুপুর ১২টায় ইনফিনিক্স জিরো ৪০ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। অনলাইনে এক্সক্লুসিভ ভাবে এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে।
একনজরে দেখে নেওয়া যাক ইনফিনিক্স জিরো ৪০ ৫জি ফোনে কী কী ফিচার থাকতে পারে, প্রসঙ্গত উল্লেখ্য অগস্ট মাসে গ্লোবাল মার্কেটে এই ফোন লঞ্চ হয়েছে, তার মতোই ফিচার-স্পেসিফিকেশন-ডিজাইন থাকবে ভারতের মডেলেও
- এআই ইরেজার, এআই ওয়ালপেপার ফিচারের সাপোর্ট থাকতে চলেছে ইনফিনিক্স সংস্থার আসন্ন ৫জি ফোনে। এআই ইরেজারের সাহায্যে ছবি এডিটের কাজ করা যাবে। যেকোনও ছবি থেকে অপ্রয়োজনীয় জিনিস বাদ দেওয়া যাবে এই এআই ইরেজার ফিচারের সাহায্যে। অন্যদিকে এআই ওয়ালপেপার ফিচারের সাহায্যে ফোনে ওয়ালপেপার সেট করতে পারবেন ইউজাররা।
- ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত AMOLED ডিসপ্লে থাকতে চলেছে ইনফিনিক্স জিরো ৪০ ৫জি ফোনে। এছাড়াও এই ফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকবে বলে জানা গিয়েছে।
- এআই কাট আউট স্টিকার ফিচারও থাকবে ইনফিনিক্সের নতুন ফোনে। এর সাহায্যে কোনও নামের ভিত্তিতে ব্যবহারকারীরা স্টিকার তৈরি করতে পারবেন কাট আউট থেকে।
- ইনফিনিক্স জিরো ৪০ ৫জি ফোনে ৬.৭৮ ইঞ্চির থ্রিডি কার্ভড ডিসপ্লে থাকবে। এর উপরে থাকবে কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন। ইউজারদের চোখে যাতে ক্ষতিকর প্রভাব না পড়ে সেই ব্যবস্থাও থাকবে ফোনের স্ক্রিনে।
- একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর থাকতে চলেছে ইনফিনিক্স জিরো ৪০ ৫জি ফোনে। সেখানে ২৪ জিবি পর্যন্ত র্যাম যুক্ত থাকবে। আর থাকতে চলেছে ৫১২ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ।
- অ্যান্ড্রয়েড ১৪ বেসড Infinix UI- এর সাহায্যে পরিচালিত হবে ফোনটি। ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর দেখা যাবে। আর ডিসপ্লের উপর থাকবে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
- এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৪৫ ওয়াটের ওয়্যারড এবং ২০ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- ফের ভারতে ৫জি ফোন লঞ্চ করতে চলেছে 'লাভা' কোম্পানি, কেনা যাবে সস্তায়, থাকবে নজরকাড়া ফিচার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।