Infinix Zero 5G Series: নতুন ৫জি ফোন (5G Phone) কেনার পরিকল্পনা রয়েছে? যদি আপনার বাজেট হয় ২০ হাজার টাকা, তাহলে ইনফিনিক্স জিরো সিরিজের (Infinix Zero 5G 2023) দু'টি ফোনের অফারগুলি দেখে নিতে পারেন একনজরে। ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ ফোন (Infinix Zero 5G 2023) লঞ্চ হয়েছিল ভারতে। সেই সঙ্গেই লঞ্চ হয়েছিল ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ টার্বো এডিশন (Infinix Zero 5G 2023 Turbo Edition)। এই দুই ফোন কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ সিরিজের এই দুই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি প্রসেসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। তিনটি রঙে লঞ্চ হয়েছে এই দুই ফোন। 


ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ এবং ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ টার্বো ফোনের দাম এবং অফার


ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। অন্যদিকে ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ টার্বো ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। Coral Orange, Pearly White, Submariner Black- এই তিন রঙে লঞ্চ হয়েছে ইনফিনিক্স জিরো ৫জি সিরিজের এই দুই ফোন। বর্তমানে এই দুই ফোন কেবলমাত্র ফ্লিপকার্ট থেকেই কেনা যাবে।


ফ্লিপকার্টে ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ ফোনের আসল দাম ২৪,৯৯৯ টাকার উপর রয়েছে ২৮ শতাংশ ছাড়। অন্যদিকে, ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ টার্বো এডিশন মডেলে রয়েছে ২০ শতাংশ ছাড়। এই ফোন লঞ্চের সময় আসল দাম ছিল ২৪,৯৯৯ টাকা। ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ ফোন কেনার ক্ষেত্রে রয়েছে এক্সচেঞ্জ বোনাস, ১৫০০ টাকার। অন্যদিকে ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ টার্বো ফোন কেনার ক্ষেত্রে ২০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস রয়েছে। ১০ হাজার টাকা মূল্যের কোনও ফোন এক্সচেঞ্জ করলে এই অফার পাওয়া যাবে। এছাড়াও থাকছে নো-কস্ট ইএমআইয়ের সুবিধা। 


Amazon: জনপ্রিয় ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon) তাদের Fab Phones Fest ঘোষণা করেছে। ১১ ফেব্রুয়ারি এই Fab Phones Fest শুরু হচ্ছে। শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। এই সেলে স্মার্টফোনের দামে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে। ওয়ানপ্লাস, স্যামসাং, শাওমি, রিয়েলমি, আইকিউওও, ওপ্পো এবং টেকনো- এইসব সংস্থার স্মার্টফোনের দামে থাকবে ছাড়। এসবিআই ম্যাক্স ক্রেডিট কার্ডের সাহায্যে পেমেন্ট করলে ১০ শতাংশ অর্থাৎ প্রায় ১০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রেও থাকবে একই পরিমাণ ছাড়। অন্যদিকে ১২৫০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট থাকবে ফেডেরাল ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ইএমআই ট্রানজাকশনে। 


আরও পড়ুন- আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস- এই দুই ফোনের দামে রয়েছে প্রায় ৪৩ হাজার টাকা ছাড়, কোথায় পাবেন এমন সুবিধা?