মুম্বই: বড় পর্দায় ফের মুক্তি পেয়েছে শাহরুখ খানের (Shah Rukh Khan) কেরিয়ারের অন্যতম সফল ছবি 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে' (Dilwale Dulhania Le Jayenge)। সামনেই ভ্যালেন্টাইন্স ডে (Valentine's Day)। চলছে ভ্যালেন্টাইন্স সপ্তাহ। তার আগেই গত ১০ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'ডিডিএলজে' (DDLJ)। ২৮ বছর পর ফের মুক্তি পেয়েছে এই ছবি। ব্যবসায়ীক দিক থেকে বক্স অফিসে কেমন প্রভাব ফেলল 'ডিডিএলজে' ?


'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে' বক্স অফিস কালেকশন-


মাত্র ২ দিন হল প্রেক্ষাগৃহে ফের মুক্তি পেয়েছে 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে'। প্রেমের সপ্তাহে দর্শকদের মধ্যে ভালোবাসা আরও খানিকটা বাড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে যশরাজ ফিল্মস। জানা গিয়েছে, সারাদেশের মধ্যে ৩৭টি শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। শুধু মুক্তিই পায়নি। তার সঙ্গে বক্স অফিস কালেকশনেও নজর কাড়ছে। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, দুদিনে উল্লেখযোগ্য ব্যবসা করেছে। ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী খবর, দু দিনে প্রায় ২২.৫০ লক্ষ টাকার ব্যবসা করে ফেলেছে শাহরুখ খানের 'ডিডিএলজে'। তাঁদের ধারণা ভ্যালেন্টাইন্স ডে-তে এই ছবির ব্যবসা আরও অনেকটা বাড়বে।


আরও পড়ুন - Shah Rukh Khan: গৌরীকে শরীরচর্চার পাঠ দিচ্ছেন শাহরুখ, প্রকাশ্যে পুরনো ভিডিও


প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি দেশের ৩৭টি শহরে মুক্তি পেয়েছে শাহরুখ - কাজলের চিরকালীন প্রেমের ছবি 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে'। মুম্বই, পুনে, আমদাবাদ, সুরাট, ভদোদরা, গুরুগ্রাম, ফরিদাবাদ, নয়ডা, লখনউ, দেহরাদুন, দিল্লি, চণ্ডীগড়, কলকাতা, গুয়াহাটি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, ইন্দৌর, চেন্নাই, ভেলোর, ত্রিভান্দ্রাম এবং আরও বেশ কিছু শহরে মুক্তি পেয়েছে এই ছবি। ফের প্রেক্ষাগৃহে 'ডি ডি এল জে'র মুক্তি পাওয়া প্রসঙ্গে যশরাজ ফিল্মসের ভাইস প্রেসিডেন্ট, ডিস্ট্রিবিউশন রোহন মলহোত্র বলেন, 'ভারতীয় ছবির ইতিহাসে 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে' সবথেকে বেশি চলা ছবি। রোম্যান্টিক সমস্ত ছবির মধ্যে এটি অন্যতম। প্রজন্মের পর প্রজন্ম ধরে রোম্যান্টিক ছবি বলতে এটিকে মেনেছে। দর্শক এবং অনুরাগীরা বার বার আমাদের অনুরোধ করেছে। একবছর ধরে তাঁরা অনুরোধ করেছেন যে, তাঁরা ছবিটাকে বন্ধু এবং পরিবারের সঙ্গে প্রেক্ষাগৃহে দেখতে চান। আর তাই চলতি বছর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ছবিটা মুক্তি পেয়েছে। আমরা দর্শকদের ইচ্ছা পূরণ করেছি। দেশের বিভিন্ন প্রান্তে ৩৭টি শহরে মুক্তি পেয়েছে এই ছবি।' তিনি আরও বলেন, 'যশরাজ ফিল্মস এবং শাহরুখ খান শুধুই ভারতীয় ছবির জগতে ব্লকবাস্টার হিট সমস্ত ছবি উপহারই দেয়নি। তার সঙ্গে দর্শকদের ভারতীয় ছবির প্রতি আকর্ষণ বাড়িয়েছে।' এখনও প্রেক্ষাগৃহে চলছে 'পাঠান'। একই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'ডি ডি এল জে'। এই প্রসঙ্গে রোহন মলহোত্র বলছেন, 'এটা একটা অসাধারণ ঘটনা যে, 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে' সর্বকালের সেরা ব্লকবাস্টার হিট ছবি যশরাজ ফিল্মসের। যা চলতি বছর ২৫ বছর উদযাপন করছে। আর ইতিমধ্যেই একাধিক রেকর্ড ভেঙে দিয়েছে 'পাঠান'। সেই ছবিও হিন্দি ছবির ইতিহাসে সবথেকে বেশি ব্যবসা করা ছবি। যা ৫০ বছর উদযাপন করছে যশরাজ ফিল্মসের। আমরা এই দুই ছবিকে একসঙ্গে দর্শকদের দেখানোর জন্য উত্তেজনা অনুভব করছি।'