Infinix Zero Flip Phone: ভারতে এর আগে বহু কোম্পানিই ফোল্ডেবল (Foldable Phone) কিংবা ফ্লিপ ফোন (Flip Phone) লঞ্চ করেছে। তবে ইনফিনিক্স সংস্থা এই প্রথম। অবশেষে দেশে লঞ্চ হল ইনফিনিক্স জিরো ফ্লিপ ফোন (Infinix Zero Flip)। জানা গিয়েছে, এই মডেল ইনফিনিক্সের প্রথম clamshell স্টাইলের ফোল্ডেবল ফোন। অর্থাৎ ডিজাইনের সঙ্গে অনেকাংশে সামঞ্জস্য রয়েছে ঝিনুকের। যেভাবে ঝিনুক খোলা যায়, অনেকটা সেভাবেই এই ফোনও খোলা যাবে। ইনফিনিক্স জিরো ফ্লিপ ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮০২০ প্রসেসর। এর সঙ্গে সর্বোচ্চ ১৬ জিবি র‍্যাম যুক্ত রয়েছে। ইনফিনিক্সের এই ফ্লিপ ফোনে আউটার ক্যামেরা ইউনিটে ২টো ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর রয়েছে। অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্টে পরিচালিত হবে এই ফোন। দুটো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং তিনটি সিকিউরিটি আপডেট পাওয়া যাবে এই ফোনে। ৪৭২০ এমএএইচ ব্যাটারি এবং ৭০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে ইনফিনিক্স জিরো ফ্লিপ ফোনে। ইউজারদের বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য পাওয়ার বাটনেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। 


ভারতে ইনফিনিক্স জিরো ফ্লিপ ফোনের দাম কত, কী কী অফার রয়েছে, কোথা থেকে কেনা যাবে, কী কী রঙে পাওয়া যাবে এই ফোন - জেনে নিন সবিস্তারে 


এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৫৪,৯৯৯ টাকা। তবে স্পেশ্যাল লঞ্চ অফার হিসেবে এই ফোন কেনা যাবে ৪৯,৯৯৯ টাকায়। ব্লসম গ্লো এবং রক ব্ল্যাক- এই দুই রঙের শেডে ইনফিনিক্স জিরো ফ্লিপ ফোন ভারতে লঞ্চ হয়েছে। আগামী ২৪ অক্টোবর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে। ডুয়াল সিমের সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে দুটো স্ক্রিন, একটি আউটার, অন্যটি ইনার ডিসপ্লে। 


এই ফোনের দামে রয়েছে ছাড়ও। এসবিআই- এর ক্রেডিট বা ডেবিট কার্ডে ফোন কিনলে ৫০০০ টাকা ছাড় পাওয়া যাবে। এর ফলে ফোনের দাম আরও কিছুটা কমে হবে ৪৪,৯৯৯ টাকা। এত কম দামে এর আগে কোনও কোম্পানির ফ্লিপ ফোন সম্ভবত ভারতে লঞ্চ হয়নি। এই ফোনে তিনটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর রয়েছে। এর মধ্যে দুটো রয়েছে রেয়ার ক্যামেরা হিসেবে। আর একটি ফ্রন্ট ক্যামেরা সেনসর হিসেবে। 


আরও পড়ুন- বছরশেষে ভারতে নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করবে ভিভো, কী কী আসতে চলেছে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।