হায়দরাবাদ: আইপিএলের নতুন মরশুমের আগে রিটেনশনের জন্য সব দলই প্রস্তুতি নিচ্ছে। প্রতি শিবির পাঁচজন করে প্লেয়ারকে রিটেন করতে পারবে। সানরাইজার্স হায়দরাবাদও তাঁদের দল সাজিয়ে নিচ্ছে। প্লেয়ার রিটনেশনের আগে এবার বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ডেল স্টেন। ২০২৪ সালের মেগা নিলামের আগেই বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন প্রাক্তন প্রোটিয়া পেসার। সোশ্য়াল মিডিয়ায় নিজের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কথা জানিয়েছেন। 


নিজের সোশ্যাল মিডিয়ায় কিংবদন্তি প্রোটিয়া পেসার জানিয়েছেন, ''আইপিএলে গত কয়েক বছর আমি যাদের বোলিং কোচ ছিলাম, সানরাইজার্স হায়দরাবাদকে অনেক ধন্যবাদ। দুর্ভাগ্যবশত আমি আইপিএল ২০২৫-এ ফিরব না।'' ২০২২ সালে আইপিএলের আগে সানরাইজার্স শিবির স্টেনকে বোলিং কোচ হিসেবে নিযুক্ত করেছিলেন। ২ বছর পর আইপিএলকে বিদায় জানাচ্ছেন প্রাক্তন পেসার। সূত্রের খবর, প্রাক্তন কিউয়ি পেসার জেমস ফ্র্যাঙ্কলিনকে বোলিং কোচ হিসেবে নিযুক্ত করছে সানরাইজার্স শিবির।


 






গত মরশুমে প্যাট কামিন্সের নেতৃত্বে ফাইনালে জায়গা করে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন প্রাক্তন পেসার। তবে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে বিদায় জানালেও সাউথ আফ্রিকা টি২০ লিগে সানরাইজার্স ইস্টার্ন কেপের কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন স্টেন। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে সে কথা জানিয়েওছেন তিনি। 


এদিকে আসন্ন আইপিএল মরশুমের আগে নিজেদের রিটেনশন তালিকা চূড়ান্ত করে নিয়েছে সানরাইজার্স। ESPNCricinfo-র প্রতিবেদন থেকে এই খবর জানা গিয়েছে। ওই প্রতিবেদনে এমন দাবিও করা হয়েছে যে, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার প্যাট কামিন্স সানরাইজার্স হায়দরাবাদের রিটেনশন তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। তাঁর জন্য বরাদ্দ-পরিকল্পনা ১৮ কোটি টাকা। তরুণ ভারতীয় ক্রিকেটার অভিষেক শর্মাকে ১৪ কোটি টাকায় ধরে রাখতে চায় ২০২৪-এর রানার-আপ দল। এই তিনজন ছাড়াও, SRH ধরে রাখতে চায়- অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেড ও ভারতীয় অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডিকে। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে শেষ হওয়া টি২০ সিরিজে টিম ইন্ডিয়ায় জায়গা করে নেন রেড্ডি।