Infinix Smartphone: আন্তর্জাতিক স্তরে অর্থাৎ গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে ইনফিনিক্স জিরো আলট্রা ৫জি (Infinix Zero Ultra 5G) ফোন। এইফোনে রয়েছে ১৮০ ওয়াটের থান্ডার চার্জ (180W Thunder Charge)। এছাড়াও রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। আর রয়েছে ২০০ মেগাপিক্সেলের (200 MP Camera) মেন ক্যামেরা সেনসর। ইনফিনিক্সের এই ৫জি ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০ প্রসেসর।


ইনফিনিক্স জিরো আলট্রা ৫জি ফোনের দাম ও উপলব্ধতা


একটিই ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে এই ফোন। ইনফিনিক্স জিরো আলট্রা ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ক্ষেত্রে ৫ জিবি এক্সপ্যান্ডেবল র‍্যাম ফিচার রয়েছে। Coslight Silver এবং Genesis Noir- এই দুই রঙে লঞ্চ হয়েছে ইনফিনিক্স জিরো আলট্রা ৫জি ফোন। ইনফিনিক্সের জিরো আলট্রা ৫জি ফোনের এই ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৫২০ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৪২,৪০০ টাকা। ভারতেও লঞ্চ হবে ইনফিনিক্সের এই ৫জি ফোন। তবে নিশ্চিতভাবে কোনও দিনক্ষণ জানা যায়নি।


ইনফিনিক্স জিরো আলট্রা ৫জি ফোনের স্পেসিফিকেশন ও ফিচার



  • অ্যান্ড্রয়েড ১২ বেসড XOS 12- এর সাহায্যে এই ফোন পরিচালিত হবে। এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০ প্রসেসর রয়েছে।

  • এই স্মার্টফোনে রয়েছে একটি ৬.৮ ইঞ্চির 3D curved AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসরও রয়েছে।

  • ইনফিনিক্স জিরো আলট্রা ৫জি ফোনে রয়েছে ৪৫০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারিতে পুরোপুরি চার্জ হতে সময় লাগে মাত্র ১২ মিনিট। ইনফিনিক্সের এই ফোনে রয়েছে দুটো মোড- স্ট্যান্ডার্ড এবং ফিউরিয়াস। ফ্ল্যাশ চার্জের ক্ষেত্রে ব্যবহৃত হবে এই দুই মোড।

  • কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে জিপিএস, ব্লুটুথ, ইউএসবি টাইপ- সি, ৫জি এবং ওয়াই-ফাই ৬ সাপোর্ট।

  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে একটি ২০০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। তাছাড়াও রয়েছে একটি ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইশ লেন্স এবং ২ মেগাপিক্সেলের লেন্স। ইনফিনিক্স জিরো আলট্রা ৫জি ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।


গত অগস্ট মাসে ইনফিনিক্সের আরও একটি ফোন লঞ্চ হয়েছিল ভারতে। ইনফিনিক্স নোট ১২ প্রো এই ৪জি ফোন লঞ্চ হয়েছিল দেশে। এই ফোন একটিই র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে। Infinix Note 12 Pro ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। Alpine White, Tuscany Blue, Volcanic Gray- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স নোট ১২ প্রো ফোন।


আরও পড়ুন- ৫০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে লঞ্চ হয়েছে ওপ্পো এ৭৭এস ফোন, দাম কত, দেখে নিন বিভিন্ন ফিচার