Infinix Laptop: নতুন ল্যাপটপ কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। ইনফিনিক্স সংস্থা দেশে লঞ্চ করেছে জিরোবুক আলট্রা ল্যাপটপ (Infinix ZeroBook Ultra)। এই ল্যাপটপে রয়েছে এআই ফিচার (AI Features) এবং ইন্টেল আলট্রা ৯ পর্যন্ত প্রসেসর। অতএব বোঝাই যাচ্ছে, ইনফিনিক্স জিরোবুক আলট্রা একটি অত্যাধুনিক ল্যাপটপ। এই ল্যাপটপ পরিচালিত হবে উইন্ডোজ ১১ হোম আউট অফ দ্য বক্সের (Windows 11 Home Out Of The Box) সাহায্যে। এখানে রয়েছে ১৫.৬ ইঞ্চির বড় সাইজের ডিসপ্লে যেখানে ইউজাররা ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাবেন। ১৬ জিবি LPDDR5 র‍্যাম রয়েছে এই ল্যাপটপে। আর রয়েছে একটি ৭০ Whr ব্যাটারি। ইউএসবি টাইপ-সি পোর্ট দিয়েই চার্জ দেওয়া যাবে এই ব্যাটারিতে। ১০০ ওয়াটের চার্জ দিয়ে চার্জ দেওয়া সম্ভব হবে ইনফিনিক্সের এই ল্যাপটপে। 


ভারতে ইনফিনিক্স জিরোবুক আলট্রা ল্যাপটপের দাম কত (প্রসেসর অনুসারে ফারাক রয়েছে দামে) 



  • ইন্টেল কোর আলট্রা ৫ প্রসেসর যুক্ত ইনফিনিক্স জিরোবুক আলট্রা ল্যাপটপের দাম ৫৯,৯৯০ টাকা। 

  • ইন্টেল কোর আলট্রা ৭ প্রসেসর যুক্ত ইনফিনিক্স জিরোবুক আলট্রা ল্যাপটপের দাম ৬৯,৯৯০ টাকা। 

  • ইন্টেল কোর আলট্রা ৯ প্রসেসর যুক্ত ইনফিনিক্স জিরোবুক আলট্রা ল্যাপটপের দাম ৮৪,৯৯০ টাকা। 


আগামী ১০ জুলাই থেকেই এই ল্যাপটপগুলির বিক্রি শুরু হবে। অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। ক্রেতাআ এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড দিয়ে ইনফিনিক্সের এই ল্যাপটপ কিনলে ফ্লিপকার্টের তরফে ২০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারে। এছাড়াও থাকছে ইএমআই- এর সুবিধা। সেক্ষেত্রে প্রতি মাসে ২৮১৩ টাকা কিস্তি দিতে হবে ক্রেতাদের। এছাড়াও এক্সচেঞ্জ ডিসকাউন্ট হিসেবে ২৮ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ থাকছে ক্রেতাদের কাছে। 


ইনফিনিক্স জিরোবুক আলট্রা ল্যাপটপে কী কী ফিচার রয়েছে একনজরে দেখে নিন 



  • এই ল্যাপটপের স্ক্রিনে ইউজাররা পাবেন ১৭৮ ডিগ্রির ভিউ অ্যাঙ্গেল। এটি একটি IPS ডিসপ্লে। সেখানে পাওয়া যাবে ১০০ শতাংশ sRGB colour gamut coverage। 

  • ইনফিনিক্সের এই ল্যাপটপ গেম খেলার জন্যেও বেশ ভাল ডিভাইস। 60fps পাওয়া যাবে বলে দাবি সংস্থার। সিপিইউ- এর সঙ্গে ৩২ জিবি পর্যন্ত র‍্যাম থাকছে এই ল্যাপটপে। 

  • ফুল এইচডি ওয়েবক্যাম, ICE Storm 2.0 কুলিং সিস্টেম, ব্লুটুথ ৫.৩ এবং ওয়াই-ফাই ৬ই কানেক্টিভিটি সাপোর্ট, এসডি কার্ডের স্লট, ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, ডুয়াল মাইক্রোফোন, ব্যাকলিট কিবোর্ড রয়েছে এই ল্যাপটপে।  


আরও পড়ুন- ফোন কেনার আগে নজর থাকে ক্যামেরায়? রেডমি নোট ১৪ প্রো মডেলের ক্যামেরা ফিচার কেমন হতে পারে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।