Samsung Galaxy F14 5G: দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং তাদের 'এফ' সিরিজের (Samsung Galaxy F Series) নতুন ৫জি ফোন (5G Phone) লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই অনলাইনে এই ফোনের হদিশ পাওয়া গিয়েছে। আর তার থেকেই অনুমান করা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি 'এফ' সিরিজের এই ৫জি ফোন লঞ্চ হতে বেশি দেরি নেই। এবার লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি (Samsung Galaxy F14 5G) মডেল। বলা হচ্ছে, গ্যালাক্সি এফ১৩ ফোনের সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে নতুন ফোন। সম্প্রতি স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোনের নাম দেখা গিয়েছে গুগল প্লে কনসোল তালিকায়। সেখানে এই ফোনের সম্ভাব্য কিছু ফিচার এবং স্পেসিফিকেশনও দেখা গিয়েছে। শোনা যাচ্ছে, আসন্ন এই স্মার্টফোনে স্যামসাংয়ের Exynos 1330 প্রসেসর থাকতে পারে। তবে এখনও এই ফোনের লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে স্যামসাং কর্তৃপক্ষ কিছু ঘোষণা করেনি। অনুমান, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোন লঞ্চের কথা ঘোষণা করবে স্যামসাং কর্তৃপক্ষ। 


এবার দেখে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোনে কী কী ফিচার ও স্পেসিফিকেশন থাকতে পারে



  • স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোনে এমন একটি ডিসপ্লে থাকতে পারে যার উপরে ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন থাকার সম্ভাবনা রয়েছে। এখানে সেট করা থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনে একটি এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে থাকতে পারে। 

  • শোনা যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোন গ্যালাক্সি এম১৪ ৫জি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে পারে। বেশ কিছু জায়গায় স্যামসাংয়ের আসন্ন ফোন স্যামসাং এম১৪এক্স নামেও লঞ্চ হতে পারে। 


Redmi 10 Sunrise Orange: রেডমি সংস্থা তাদের রেডমি ১০ (Redmi 10) ফোনের ক্ষেত্রে নতুন রঙের ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। গতবছর ভারতে লঞ্চ হয়েছিল রেডমি ১০। সানরাইজ অরেঞ্জ (Sunrise Orange) রঙে ভারতে লঞ্চ হয়েছে নতুন রেডমি ১০ ফোন। শুধুমাত্র রঙ ছাড়া এই ফোনে আর নতুন কোনও ফিচার যুক্ত হয়নি। বরং আগের রেডমি ১০ ফোনের সঙ্গে ফিচার ও স্পেসিফিকেশনে মিল রয়েছে রেডমির নতুন ফোনের ভ্যারিয়েন্টের। ভারতে রেডমি ১০ ফোনের সানরাইজ অরেঞ্জ ভ্যারিয়েন্টের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। 


আরও পড়ুন- বিশেষভাবে সক্ষম কর্মীকে বিদ্রুপ! শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন এলন মাস্ক