Instagram Global Outage: শনিবার সকাল থেকেই থমকে রয়েছে ইনস্টাগ্রাম (Instagram Outage)। কখনও কাজ করছে তো কখনও আবার কাজই করছে না অনেকক্ষণ। এই সমস্যা নিয়ে অনেকেই ইতিমধ্যে (Instagram Outage News) ডাউন ডিটেক্টর অ্যাপে রিপোর্ট করেছেন। মেটার বিভিন্ন অ্যাপে ইদানিং বেশ কয়েকবার প্রযুক্তিগত সমস্যা দেখা গিয়েছে। যে কারণে বেশ কিছু সময় অ্যাপগুলিব্যবহার করা যায় না। তবে ইনস্টাগ্রামের ব্যাপারে এখনও পর্যন্ত এই সমস্যা ততটা শোনা যায়নি। এবার শোনা গেল। 


প্রসঙ্গত ডাউন ডিটেক্টর অ্যাপটি বিভিন্ন অ্যাপ পরিষেবার ঠিকভাবে চলছে কি না তা পর্যবেক্ষণ করে। কোনও ইন্টারনেট থাকা সত্ত্বেও ঠিকমতো না চললে ডাউন ডিটেক্টর অ্যাপে গিয়ে সেই সম্পর্কে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। সকাল থেকেই বিশ্বের বিভিন্ন অংশ থেকে এই সমস্যার কথা জানানো হচ্ছিল‌। ডাউন ডিটেক্টর অ্যাপে এই নিয়ে একের পর এক অভিযোগ জমা পড়তে থাকে। দুপুর বারোটার সময় সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়ে। দেখা গিয়েছে, প্রায় ৬৫০০ টি অভিযোগ জমা পড়েছে ওই অ্যাপে।


কী কী ক্ষেত্রে সমস্যা হচ্ছিল ?


ফিড, রিল নানাক্ষেত্রেই সমস্যা দেখা দিতে শুরু করেছিল। তবে বেশিরভাগ অভিযোগ আসতে শুরু করে অ্যাপের ফিড পরিষেবাটি নিয়ে। ডাউন ডিটেকটরের রিপোর্ট অনুযায়ী, প্রায় ৫৮ শতাংশ অভিযোগই ফিড নিয়ে জমা পড়েছে। অন্যদিকে অ্যাপটি খোলা বন্ধ করা নিয়ে সমস্যার সম্মুখীন হন প্রায় ৩২ শতাংশ ব্য়বহারকারী। ১০ শতাংশের ক্ষেত্রে ইন্টারনেট থাকলেও অ্যাপটি কাজ করছিল না বলে অভিযোগ আসে। 


ভারতের কোথায় কোথায় সমস্যা হচ্ছে?


ডাউন ডিটেকটরের রিপোর্ট অনুযায়ী, ভারতের  প্রায় সব মেট্রো শহরগুলি থেকেই অভিযোগ এসেছে। কলকাতাসহ দিল্লি, চেন্নাই ও মুম্বই থেকে বেশি অভিযোগ জমা পড়েছে এই বিষয়ে।


কী বলছে সংস্থা


মেটার অ্যাপ ইনস্টাগ্রাম শনিবার সকাল থেকে নানা সমস্যা করছে। বিশ্বের বিভিন্ন অংশ থেকে রিপোর্ট আসছে। তবে এই নিয়ে এখনও মুখ খোলেনি ইনস্টাগ্রামের পেরেন্ট সংস্থা মেটা। কোনও বিবৃতিজারি করা হয়নি সংস্থার তরফে। ফলে সমস্যাটি কতক্ষন চলবে বা কখন পরিষেবা স্বাভাবিক হবে, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যে এই সমস্যার কথা জানিয়ে অনেকেই টুইটার ও ফেসবুকে পোস্ট করতে শুরু করেছেন। কেউ কেউ আবার মিম বানাতেও শুরু করেছেন।


আরও পড়ুন - Cyber Safety Tips: আপনার অ্যাকাউন্টের তথ্যও ডার্ক ওয়েবে ফাঁস হতে পারে, কীভাবে বুঝবেন, কী করবেন ?


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।