Flipkart Black Friday Sale: ফ্লিপকার্টে চলছে ব্ল্যাক ফ্রাইডে সেল। সেখানে আইফোন ১৩- র (iPhone 13) দামে রয়েছে ব্যাপক ছাড়। আপাতত ৬ দিনের এই সেলে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফার ছাড়াও আইফোন ১৩- র দামে থাকছে ছাড়। শুধু আইফোন ১৩ নয়, আইফোন ১২ (iPhone 12) এবং চলতি বছর লঞ্চ হওয়া আইফোন ১৪- র (iPhone 14) দামেও রয়েছে ছাড়। বর্তমানে ফ্লিপকার্টের এই ব্ল্যাক ফ্রাইডে সেলে আইফোন ১৩- র ১২৮ জিবি স্টোরেজ মোডেলের দাম ধার্য হয়েছে ৬২,৯৯৯ টাকা। এর আগে এই ফোনের দাম ছিল ৬৫,৯৯৯ টাকা। অর্থাৎ ফ্লিপকার্টে ৩০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ডে আরও ১০০০ টাকা ছাড় পাওয়া যাবে। এর সঙ্গে এক্সচেঞ্জ অফার হিসেবে ক্রেতারা ১৭,৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। অ্যামাজন ইন্ডিয়াতে আইফোন ১৩- র দাম ৬৬,৯০০ টাকা।
ফ্লিপকার্টের ব্ল্যাক ফ্রাইডে সেলে আইফোন ১- র দাম ছাড় দিয়ে ধার্য হয়েছে ৭৭,৪০০ টাকা। অন্যদিকে আইফোন ১২- র ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ধার্য হয়েছে ৪৮,৯৯৯ টাকা। ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ধার্য হয়েছে ৫৩,৯৯৯ টাকা। প্রসঙ্গত উল্লেখ্য, উক্ত তিনটি আইফোন মোডেলের একটিতেও সঙ্গে নেই চার্জার। আলাদা করে চার্জার কিনতে হবে ক্রেতাদের। সেক্ষেত্রে খরচ ১৯০০ টাকা। এই আইফোনগুলিতে ২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে ফ্লিপকার্টের এই ব্ল্যাক ফ্রাইডে সেল। তাই এর মধ্যে আইফোন কেনার পরিকল্পনা থাকলে ফ্লিপকার্টের এই সেলে একবার দেখে নিতে পারেন আইফোন ১২, আইফোন ১৩ এবং আইফোন ১৪- র খুঁটিনাটি অফার। তবে শুধু অ্যাপেলের আইফোন নয়, ছাড় রয়েছে অ্যান্ড্রয়েড ফোনেও। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোন অ্যামাজনে পাওয়া যাচ্ছে ৫২,৯৯৯ টাকায়।
Amazon Fab Phones Fest: ভারতের অন্যতম জনপ্রিয় ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon India)। এই মাধ্যমে এবার শুরু হতে চলেছে Amazon Fab Phones Fest। ২৬ নভেম্বর থেকে শুরু হবে Amazon Fab Phones Fest। চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। একাধিক স্মার্টফোনের দামে থাকতে চলেছে দুর্দান্ত অফার। ওয়ানপ্লাস, স্যামসাং, রেডমি, আইকিউওও, টেকনো এবং রিয়েলমি ও অন্যান্য অনেক কোম্পানির স্মার্টফোন কিনলে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারবেন ইউজাররা। এছাড়াও এসবিআই- এর ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে অ্যামাজন ফ্যাব ফোন ফেস্টে স্মার্টফোন কিনলে ইনস্ট্যান্ট ১০ শতাংশ, প্রায় ১০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এসবিআই কার্ডে ইএমআই ট্রানজাকশন হলেও এই ছাড় পাওয়া যাবে। তবে কমপক্ষে ৫০০০ টাকার কেনাকাটা করতে হবে। অ্যামাজনের প্রাইম মেম্বাররা বেশ কিছু অতিরিক্ত সুবিধাও পাবেন।
আরও পড়ুন- ইলন মাস্কের শর্ত মেনেও চাকরি খুইয়েছেন অনেকে! সাম্প্রতিক তথ্যে জোর জল্পনা