নয়াদিল্লি: ফের বেরিয়ে এল নতুন তথ্য। চিনা মাইক্রো ব্লগিং সাইট উইবোর মতে, আগামী ১৭ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে আইফোন ১৩(iPhone 13)। গোপন তথ্য বলছে, ৩০ সেপ্টেম্বর নতুন জেনারেশন আইপড লঞ্চ করবে অ্যাপল।


ইতিমধ্যেই লিকসের প্রমাণস্বরূপ আইফোন ১৩ (iPhone 13) সিরিজের সব ফোনের স্ক্রিনশট শেয়ার করা হয়েছে সাইটে। যেখানে iPhone 13, iPhone 13 Pro, iPhone 13 Pro Max ও iPhone 13 mini-র ছবি দেওয়া রয়েছে।এর আগেও বহু টেক সাইট বলেছে, সেপ্টেম্বরেই গ্র্যান্ড ইভেন্ট করতে চলেছে অ্যাপল। সেখানেই অ্যাপলের পরবর্তী জেনারেশনের ফোন লঞ্চ হতে চলেছে।যার মধ্যে নতুন সফটওয়্যার ছাড়াও আসতে পারে অ্যাপলের ঘড়ি, আইপড, আইপ্যাড মিনি ছাড়াও নতুন ম্যাকবুক।


বছরভর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে টেকপ্রেমীরা। অ্যাপলের ইভেন্ট ঘিরে আগ্রহ থাকে ক্রেতাদের মনে। অবশেষে সেপ্টেম্বরেই আসতে চলেছে সেই মাহেন্দ্রক্ষণ। প্রায় প্রতি বছরই এই সময় নতুন ফোন আনে অ্যাপল। কোম্পানির তরফে আনা হয়, অন্যতম সেরা ডিভাইস। এবার তারই অপেক্ষায় বিশ্ববাসী।


iPhone 13
বহু প্রতীক্ষিত অ্যাপলের এই ফোন ঘিরে কৌতূহলের শেষ নেই। শোনা যাচ্ছে, এবার আইফোন ১৩-এর চারটে ভার্সন লঞ্চ করতে পারে 'আমেরিকান টেক জায়ান্ট'। যার মধ্যে iPhone 13 ছাড়াও থাকতে পারে iPhone 13 Pro, iPhone 13 Pro Max ও iPhone 13 mini। অনেকের ধারণা, সেপ্টেম্বরেই iPhone 13 mini লঞ্চ নাও করতে পারে কোম্পানি। 


আর কী কী থাকতে পারে লঞ্চ ইভেন্টে ?
ডিজি টাইমসের রিপোর্ট বলছে, আইফোন ১৩ ছাড়াও আইপ্যাডের নবম সংস্করণ আনতে চলেছে অ্যাপল। ২০২০ সালের থেকে আরও পাতলা হবে এই মডেল। সঙ্গে আরও দ্রুততম প্রসেসর দেবে কোম্পানি। যদিও টেক সাইটের ধারণা, আইফোন ১৩-এর জন্য আলাদা একটা ইভেন্ট করবে কোম্পানি। বাকি প্রোডাক্টের ক্ষেত্রে একটা ইভেন্টেই লঞ্চ করা হবে বাদবাকি সব গেজেট। গত বছর ১৫ সেপ্টেম্বর করোনাকালেই ইভেন্ট করেছিল অ্যাপল।


তবে সবার নজর রয়েছে iPhone 13কে নিয়ে। টেক ব্লগারদের মতে, এবার বাজারে একেবারে অন্য ধরনের ক্যামেরা আনতে চলেছে অ্যাপল। যা বদলে দেবে মোবাইলের ক্যামেরার টেকনোলজি।শোনা যাচ্ছে,iPhone 13-এও থাকছে তিনটি রেয়ার ক্যামেরা। তবে আগের থেকে বড় সেন্সর থাকতে পারে ফোনে। এমনকী ভিডিয়ো তোলার ক্ষেত্রে প্রো-রেজোলিউশনের ফিচার এনেছে কোম্পানি। যা প্রতিযোগিতার মুখে ঠেলে দেবে অন্য মোবাইল প্রস্তুতকারক কোম্পানিগুলিকে।