মুম্বই : ডিম্পল কপাডিয়া শুধু সুন্দরীই নন। অসাধারণ অভিনেত্রীও বটে। ১৯৯৩ সালে রিলিজ করা রুদালি ছবির জন্য তিনি সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছিলেন। কিন্তু, সিনেমাপ্রেমীরা মনে করেন ১৯৯০-এ রিলিজ করা দৃষ্টি ছবির জন্য আগেই জাতীয় পুরস্কার পেতে পারতেন তিনি। এবার সেই দৃষ্টি ছবির কথাই মনে করালেন শেখর কপূর।  সেলিব্রিটিরা এখন প্রায় সকলেই বেশ খানিকটা করে সময় কাটান সোশ্যাল মিডিয়ায়। এই মাধ্যমেই নিজেদের অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন তাঁরা। শুধু যে নতুন প্রজন্মের সেলিব্রিটিরাই সোশ্যাল মিডিয়ায় সাবলীল। একদমই তা নয়।  সেই অর্থে যাঁরা বর্ষীয়ান, তাঁরাও নিয়মিত সময় কাটান সোশ্যাল মিডিয়ায়। ব্যতিক্রম নন অভিনেতা তথা পরিচালক শেখর কপূরও। তিনিও ইনস্টাগ্রামে বেশ সক্রিয়। বুধবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন শেখর কপূর। সঙ্গে লিখেছেন ক্যাপশনও। 


১৯৯০ সালে রিলিজ করা দৃষ্টি ছবির একটি স্টিল ছবি পোস্ট করেছেন শেখর কপূর। আজ থেকে প্রায় ৩১ বছর আগের ছবি পোস্ট করে বেশ খানিকটা আবেগপ্রবন হয়ে গিয়েছেন তিনি। স্মৃতির পথে পা চালিয়ে বেশ খানিকটা পিছনে চলে গিয়েছেন তিনি। দৃষ্টি ছবিতে তিনি অভিনয় করেছিলেন ডিম্পল কপাডিয়ার সঙ্গে। শেখর কপূরের পোস্ট করা ছবিটিতে দেখা যাচ্ছে ডিম্পল কপাডিয়া এবং শেখর কপূর দুজনকে। দুজনকেই ক্যামেরায় খুব কাছ থেকে দেখা যাচ্ছে। ডিম্পল কপাডিয়া একটি সবুজ রঙের চাদর পরে রয়েছেন। আর সাদা শার্টে-এ মুখ দাড়ি নিয়ে রয়েছেন শেখর কপূর। এই ছবির ক্যাপশনে শেখর কাপুর লিখেছেন, 'দৃষ্টি ছবিতে চিরসুন্দরী ডিম্পল কপাডিয়ার সঙ্গে। অভিনেতা হিসেবে যাঁদেরকে কাছ থেকে পেয়েছি, তাঁদের মধ্যে অন্যতম সেরা। দৃষ্টি ছবিতে মানুষের সম্পর্ককে সুন্দরভাবে তুলে ধরেছিলেন পরিচালক গোবিন্দ নিহলানি।' 



প্রসঙ্গত, শেখর কপূর শুধু ডিম্পল কপাডিয়া বা গোবিন্দ নিহলানির নাম মনে করেই থেমে যাননি। তিনি মনে করিয়ে দিয়েছেন যে, এই ছবিতে অভিনয় করেছিলেন ইরফান খান এবং মিতা বশিষ্ঠের মতো অভিনেতারাও। ছিলেন নীনা গুপ্তাও। দৃষ্টি ছবিতে শেখর কপূরকে অভিনেতা হিসেবে দেখা গেলেও বলিউডে তাঁকে পরিচালক হিসেবেই বেশি প্রাধান্য দেয়। তার কারণও রয়েছে। শেখর কপূরই পরিচলনা করেছেন, 'মাসুম', 'মিস্টার ইন্ডিয়া', 'ব্যান্ডিট কুইন'-এর মতো জনপ্রিয় ছবি। তৈরি করেছেন কুইন এলিজাবেথের উপর ঐতিহাসিক এবং প্রশংসিত বায়োপিক।  তবে, শেখর কপূর পরিচালনার পাশাপাশি অভিনয়টাও যে অত্যন্ত দক্ষতার সঙ্গে করতেন, সেটা সকলেই মনে করেন। ১৯৮০ সাল নাগাদ তখনকার টেলিভিশনে অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল 'খানদান'-এ তাঁর অভিনয় আজও লোকে মনে করেন। যে ছবির কথা মনে করে তিনি পোস্টটি করেছেন, সেই 'দৃষ্টি 'ছবিটির জন্য ৩৮তম ন্যাশনাল ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছিলেন পরিচালক গোবিন্দ নিহলানি।  ফুলন দেবীকে নিয়ে তৈরা করা তাঁর 'ব্যান্ডিট কুইন' ছবিটা নয়ের দশকে বলিউডে আলোড়ন তুলেছিল। 'মাসুম' কিংবা 'মিস্টার ইন্ডিয়া' তো এ দেশের মানুষের সবসময়কার পছন্দের ছবি।