iPhone 14 Series Launch: চিনে কোভিডের লকডাউনে বদলে দিয়েছে সব পরিকল্পনা। আপাতত সেপ্টেম্বরে লঞ্চ হওয়ার কথা থাকলেও iPhone 14 Series নিয়ে শুরু হয়েছে সংশয়।


iPhone 14 Update: সব মডেল লঞ্চ হবে না একসঙ্গে
চিনে মাসব্যাপী কোভিড লকডাউনের কারণে অ্যাপলের অনেক মডেল লঞ্চ হবে না সেপ্টেম্বরে। টেক সাইটগুলির রিপোর্ট বলছে, ব্র্যান্ডটি সেপ্টেম্বরে তার নতুন আইফোন 14 লাইনআপ চালু করতে পারে। তবে সেই ক্ষেত্রে মাত্র কয়েকটি মডেল কেনার জন্য পাওয়া যাবে। বাকি ১৪ সিরিজের মডেলগুলি বাজারে আসতে দেরি হবে।


iPhone 14 Series Launch: অ্যাপলের কোন মডেলগুলির লঞ্চে দেরি হবে ?
রিপোর্টে বলা হয়েছে, চিনে কোভিডের খারাপ পরিস্থিতি উৎপাদনে প্রভাব ফেলেছে। তবে আসন্ন আইফোন 14 -এ কোন মডেলটির আত্মপ্রকাশে দেরি হবে তা এখনও পরিষ্কার নয়। যদিও রিপোর্টে বলা হয়েছে, অ্যাপলের আইফোন 14 মডেলের অন্তত একটি বাজারে আনার ক্ষেত্রে দেরি হতে পারে।


iPhone 14 Update: উৎপাদন শুরু করতে দেরি কেন ?


কোভিড লকডাউনের কারণ বাদেও ইঞ্জিনিয়ারিং ভ্যালিডেশন টেস্ট (ইভিটি)-র কারণেই দেরি হচ্ছে আইফোনের। মূলত, সরবরাহকারীরা উত্পাদন শুরু করার জন্য প্রয়োজনীয় সব অংশ ও প্রক্রিয়াগুলি চূড়ান্ত করার পরেই এই ইভিটি টেস্ট হয়।


iPhone 14 Series Launch: অ্যাপলের কোন মডেলগুলি এই বছর লঞ্চ হবে?


এই বছরের জন্য অ্যাপল "প্রো" রেঞ্জের দুটি মডেল, স্ট্যান্ডার্ড আইফোন 14 (আইফোন 14) ও একটি নতুন 6.7-ইঞ্চি 'ম্যাক্স' মডেল সহ 4 টি নতুন মডেল লঞ্চের পরিকল্পনা করেছে। যা অ্যাপলের 5.4-ইঞ্চি ভ্যারিয়েন্টের পরিবর্তে আনা হবে। নতুন মডেলে একটি পাঞ্চ-হোল ডিসপ্লে থাকবে। তবে ফোনে কোনও স্ক্রিন-নচ থাকবে না, একটি নতুন প্রসেসর থাকবে ফোনে। অ্যাপল আইফোন 14 সিরিজে আরও ভাল ক্যামেরা থাকবে বলে খবর। নতুন সিরিজের সামনের ক্যামেরার জন্য একটি নতুন হাই-এন্ড ক্যামেরা লেন্স ব্যাবহার করা হবে। এলজি ইননোটেক আইফোন 14 ও আইফোন 14 প্রো এর জন্য সেলফি ক্যামেরা দেবে বলে জানা গেছে।


আরও পড়ুন : Mobile Tips And Tricks: তাড়াতাড়ি শেষ হচ্ছে ডেটা প্যাক ? এই সহজ উপায়ে চলবে বেশিদিন