iPhone: আগামী ১২ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে আইফোন ১৫ সিরিজ (iPhone 15 Series)। তার আগে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে (Flipkart) দাম কমল আইফোন ১৪- র। iPhone 14 (PRODUCT) Red- এই ডিভাইসের দাম কমেছে। পাওয়া যাচ্ছে দুর্দান্ত ডিসকাউন্ট।
ফ্লিপকার্টে iPhone 14 (PRODUCT) Red- ডিভাইসে কত ছাড় রয়েছে
লঞ্চের সময় এই ফোনের দাম ছিল ৭৯,৯০০ টাকা। তবে তা কমে হয়েছে ৬৬,৯৯৯ টাকা। এরপরেও রয়েছে ৪০০০ টাকা ছাড়। এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে এই ছাড় পাওয়া যাবে। তার ফলে iPhone 14 (PRODUCT) Red- এর দাম আরও কমে হয়েছে ৬২,৯৯৯ টাকা। অর্থাৎ ক্রেতারা মোট ১৬,৯০১ টাকা ছাড় পাচ্ছেন।
ব্যাপক ছাড় রয়েছে আইফোন ১৩ মডেলেও
ফ্লিপকার্টে এখন আইফোন ১৩- র দাম ধার্য করা হয়েছে ৫৬,৯৯৯ টাকা। এটাই সবচেয়ে কম দাম। সবচেয়ে ভাল বিষয় হল এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ট থাকলে ক্রেতারা এই ফোন পাবেন ৫৪,৯৯৯ টাকায়। অর্থাৎ আরও ২০০০ টাকা ছাড় পাওয়া যাবে।
আইফোন ১৫ সিরিজ সম্পর্কে রইল কিছু তথ্য
আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স- এই চারটি ফোন আইফোন ১৫ সিরিজে লঞ্চ হতে পারে। অ্যাপেল কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ১২ সেপ্টেম্বর তাদের Wonderlust ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। সেখানেই লঞ্চ হবে আইফোন ১৫ সিরিজ, অ্যাপেল ওয়াচ ৯ সিরিজ, অ্যাপেল ওয়াচ আলট্রা ২। এর সঙ্গে আইওএস ১৭ এবং ওয়াচ ওএস ১০ লঞ্চেরও কথা রয়েছে। তবে কী কী প্রোডাক্ট লঞ্চ হবে সেই প্রসঙ্গে বিশদে কিছু জানায়নি অ্যাপেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, অ্যাপেলের এই Wonderlust ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে ১২ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে। অ্যাপেল টিভি অ্যাপের পাশাপাশি এই ইভেন্টের লাইভ স্ট্রিম চলবে apple.com - এও। অ্যাপেল পার্কে আয়োজিত হতে চলেছে এই ইভেন্ট। শোনা যাচ্ছে, এই আইফোন সিরিজে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট থাকতে পারে। এছাড়াও ইতিমধ্যেই একাধিক আইফোন ১৫ সিরিজ সম্পর্কে একাধিক সম্ভাব্য তথ্য ফাঁস হয়েছে। যদিও অ্যাপেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে কিছুই ঘোষণা করেনি।
অ্যাপেল ওয়াচ
আসন্ন অ্যাপেল ইভেন্টে অ্যাপেল ওয়াচ সিরিজ ৯ এবং অ্যাপেল ওয়াচ আলট্রা ২ লঞ্চের কথা রয়েছে। অ্যাপেল ওয়াচ ৮ সিরিজের সাকসেসর অ্যাপেল ওয়াচ ৯ সিরিজে ৫টি রঙে অ্যালুমিনিয়াম বডি নিয়ে লঞ্চ হতে পারে স্মার্টওয়াচ। অন্যদিকে স্টেনলেস স্টিল মডেলে তিনটি রঙ দেখা যেতে পারে। ডিজাইনের দিক থেকে অ্যাপেল ওয়াচ ৮ সিরিজের সঙ্গে আসন্ন অ্যাপেল ওয়াচ ৯ সিরিজের বিশেষ পার্থক্য থাকবে না বলেই অনুমান করা হচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন