iPhone 14 Price: আপনি যদি আইফোন 14 কেনার কথা ভাবেন, তবে এটাই আপনার জন্য সেরা সুযোগ। বর্তমানে, ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টে আপনাকে অনেক অফার দেওয়া হচ্ছে, যাতে আপনি এই স্মার্টফোনটি সস্তায় কিনতে পারবেন। যদিও বাজারে iPhone 14-এর 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম 79,900 টাকা,তবে এখন Flipkart-এ এই ফোনে কয়েক হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে।


Tech News ২৩,০০০ টাকা পর্যন্ত সাশ্রয়
আপনি যদি ই-কমার্স ওয়েবসাইট Flipkart থেকে iPhone 14 কিনে থাকেন, তাহলে আপনি এটি 72,499 টাকায় পাবেন। এছাড়াও কোম্পানি Flipkart Axis Bank কার্ডে 5% ক্যাশব্যাক দিচ্ছে। আপনি যদি HDFC ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করে মোবাইল ফোন কেনেন, তাহলে আপনি 4,000 টাকা পর্যন্ত তাত্ক্ষণিক ছাড় পাবেন। 


এর সঙ্গে মোবাইল ফোনে 23,000 টাকার এক্সচেঞ্জ অফারের সুবিধাও দেওয়া হচ্ছে। আপনি যদি সব অফারের সুবিধা পান তবে আপনি এই স্মার্টফোনটি খুব সস্তায় কিনতে পারবেন। মনে রাখবেন, আপনার পুরনো ফোন ভাল অবস্থায় থাকলেই আপনি এক্সচেঞ্জ অফারের সম্পূর্ণ সুবিধা পাবেন।


iPhone 14 এ আপনি 6.1 ইঞ্চি সুপার রেটিনা XDR ডিসপ্লে পাবেন। এই মোবাইল ফোনটি a15 বায়োনিক চিপসেটে কাজ করে যেখানে আপনি 128GB/256GB ও 512GB স্টোরেজ বিকল্প পাবেন। ক্যামেরার ক্ষেত্রে মোবাইল ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, যাতে আপনি 12 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 12 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা পাবেন। সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য একটি 12-মেগাপিক্সেল ক্যামেরাও দেওয়া হয়েছে।


iPhone 14 Price: এই ফোনগুলি সস্তায় পাওয়া যাবে
ই-কমার্স ওয়েবসাইট Flipkart থেকে আপনি 16,499 টাকায় Poco X4 Pro 5G, 8,199 টাকায় Infinix Hot 20 Play, 14,499 টাকায় Vivo T11 44W ও 7,749 টাকায় Poco C31 কিনতে পারবেন। এই স্মার্টফোনগুলিতে আপনাকে 30 থেকে 35% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।


Oppo Foldable Phone: সম্প্রতি ওপ্পোর নতুন ফোল্ডেবল ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ (Oppo Find N2 Flip) ফোন গতবছর ডিসেম্বর মাসে চিনে লঞ্চ হয়েছিল। একই সঙ্গে লঞ্চ হয়েছিল ওপো ফাইন্ড এন২। শোনা যাচ্ছে, ওপ্পো ফাইন্ড এন্ড২ ফ্লিপ ফোন ভারতে লঞ্চ হতে পারে ফেব্রুয়ারি মাসেই। ওপ্পোর এই ফোল্ডেবল (Oppo Foldable Phone) ফোন বিশ্বের অন্যান্য দেশেও লঞ্চের সম্ভাবনা রয়েছে। এবার দেখে নেওয়া যাক ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ফোনে কী কী ফিচার ও স্পেসিফিকেশন থাকতে পারে।


(মনে রাখবেন , এই অফারগুলি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন সাপেক্ষ। সঠিক তথ্যের জন্য ই-কমার্সের অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিন।)


Rolls-Royce: রোলস রয়েসের সার্ভিস কস্ট কত ? সার্ভিস না করালে কিনে ফেলতে পারবেন বাইক !