iPhone 14 Max: টেক সাইটগুলিতে অনেক আগে থেকেই প্রকাশ্যে চলে এসেছিল ছবি। এবার আইফোন 14 সিরিজের আরও তথ্য চলে এল সামনে। শোনা যাচ্ছে, নতুন ফোনের সিরিজে চারটি মডেল অন্তর্ভুক্ত করতে পারে কোম্পানি।


iPhone 14 Series: নতুন ফোনে কটা মডেল ?
টেক সাইটগুলির খবর সত্যি হলে, নতুন আইফোন সিরিজে iPhone 14, iPhone 14 Pro, iPhone 14 Max ও iPhone 14 Pro Max মডেল পাওয়া যাবে। অ্যাপল এখনও নতুন সিরিজের বিষয়ে নিশ্চিত না করলেও আইফোন 14 ম্যাক্সে একটি নতুন ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন সহ দামের বিবরণ অনলাইনে ফাঁস হয়েছে। 


iPhone 14 Max: কী স্পেকস ফোনে ? 
এই হ্যান্ডসেটটিতে 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে রয়েছে। ফাঁস তথ্য বলছে, ফোনে 6GB RAM ও 256GB পর্যন্ত অনবোর্ড স্টোরেজ সহ A15 Bionic চিপ থাকতে পারে। iPhone 14 Max-এ ডুয়াল রেয়ার ক্যামেরা দিতে পারে কোম্পানি।


iPhone 14 Max price: কত দাম ফোনের ?
iPhone 14 Max-এর ফাঁস তথ্য জানাচ্ছে, iPhone 14 Max এর 6GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে $899 (প্রায় 69,600 টাকা)। তবে দ্বিতীয় ভ্যারিয়েন্টের দাম সম্পর্কে এই মুহূর্তে কোনও তথ্য নেই। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে iPhone 13 Pro এর দাম $999 (77,300) টাকা। তাই দ্বিতীয় ভ্যারিয়েন্ট এই দামে লঞ্চ হতে পারে বলে আশা করা হচ্ছে।


iPhone 14 Max specifications: কী চিপসেট থাকবে ফোনে ?
আসন্ন iPhone 14 Max-এ 90Hz রিফ্রেশ রেট সহ একটি 6.68-ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে। যার প্রতি ইঞ্চিতে 458 পিক্সেল ঘনত্ব (PPI) থাকবে। হ্যান্ডসেটটিতে 6GB LPDDR4X র‍্যামের সাথে সাম্প্রতিক প্রজন্মের A15 Bionic SoC-এর সঙ্গে আসতে পারে। এই চিপ পুরো iPhone 13 সিরিজ ও নতুন iPhone SE (2022) কে শক্তি জোগায়। আগের লিক বলছে, Apple iPhone 14 Pro ও iPhone 14 Pro Max-এ নতুন A16 Bionic চিপসেট থাকতে পারে। 


iPhone 14 Max: ক্যামেরা কেমন ফোনে ?
আশা করা হচ্ছে, অ্যাপলের আসন্ন iPhone 14 Max-এ 12-মেগাপিক্সেলের ডুয়াল রেয়ার ক্যামেরা থাকতে পারে। হ্যান্ডসেটটি 256GB পর্যন্ত অনবোর্ড স্টোরেজ সহ আসবে।


আরও পড়ুন : Apple Car: চালক লাগবে না গাড়িতে, অটোমেটিক চলবে অ্যাপলের এই ইলেকট্রিক কার