iPhone 14 Launch: আর কয়েক মাসের অপেক্ষা। চলতি বছরের সেপ্টেম্বরেই লঞ্চ হতে পারে অ্যাপলের বহু প্রতীক্ষিত iPhone 14 সিরিজ। টেক সাইটগুলোর মতে, আসন্ন অনুষ্ঠানে কোম্পানির চারটি মডেল লঞ্চ করবে অ্যাপল। ফোনের দাম নিয়ে ফাঁস হয়েছে কিছু সম্ভ্যাব্য তথ্য। জেনে নিন, কী দাম হতে পারে অ্যাপলের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোনের। 


iPhone 14 Price: কোন কোন নতুন মডেল থাকবে ১৪ সিরিজে ?
সেপ্টেম্বরে প্রযুক্তির মহাযজ্ঞে প্রকাশ্যে আসবে আইফোন ১৪ সিরিজ। এই সিরিজে দেখা যেতে পারে চারটি স্মার্টফোন। যেখানে iPhone 14, iPhone 14 Pro, iPhone 14 Max ও iPhone 14 Pro Max লঞ্চ করতে পারে কোম্পানি। সম্প্রতি এই ফোন লঞ্চের আগেই ফাঁস হয়ে গেছে কিছু তথ্য। মিডিয়া রিপোর্টে বলছে, আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্স-এর দাম আইফোন ১৩ প্রো ও আইফোন ১৩ প্রো ম্যাক্সের থেকে বেশি হবে। অনুমান করা হচ্ছে,  প্রায় ১০০ ডলার অর্থাৎ প্রায় ৭৯৫৫.৭৫ টাকা বেশি হতে পারে। 


iphone 13 এর দাম
iPhone 13 Pro এর বর্তমান দাম ১,১৬,৯০০ টাকা। একই সময়ে, iPhone 13 Pro Max-এর দাম ১,২৬,৯০০ টাকা রাখা হয়েছে। তবে এর স্টোরেজ ভ্যারিয়েন্ট ও অফার প্রাইসের জন্য দাম কোনও কোনও জায়গায় কম হতে পারে। 




iPhone 14 : সম্ভাব্য দাম কী হতে পারে ?
ফাঁস রিপোর্টের তথ্য বলছে, আইফোন ১৪ প্রো -এর দাম ৯৯৯ ডলার ভারতীয় মুদ্রায় ৭৯,৪৯২.৮৩ থেকে শুরু করে ১০০৯ ডলার মানে ভারতীয় মুদ্রায় ৮০,২৮৮.৫৫ টাকা হবে। যেখানে আইফোন ১৪ প্রো ম্যাক্স-এর দাম হবে ১১৯৯ ডলার বা ৯৫,৪০৭.৩১ টাকা হতে পারে। শোনা যাচ্ছে , কোম্পানি তার আইফোন ১৩ মিনি মডেলটিকে বন্ধ করবে। সেই জায়গায় আনা হবে আইফোন ১৪ ম্যাক্স সংস্করণ। যদিও এর দাম পুরানো আইফোন ১৩ মিনির থেকে ৩০০ ডলার (প্রায় 25,000 টাকা) বেশি হতে পারে।


আরও পড়ুন : iPhone 14: কবে লঞ্চ হতে পারে আইফোন ১৪ সিরিজ? এখনও পর্যন্ত কী কী জানা গিয়েছে দেখুন